কালকিনিতে অবৈধ বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড

 প্রকাশ: ১০ মে ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন   |   অপরাধ ও আইন


শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

মাদারীপুরের কালকিনিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে তিন জনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 


বৃহস্পতিবার (৯মে) রাতে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে এ আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জাকির হোসেন। 


দণ্ডপ্রাপ্তরা হলেন বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার উত্তরকুল গ্রামের মৃত আঃ হাসেদ মোঃ জাহাঙ্গীর হোসেন, লবনসারা গ্রামের মোঃ জলিল মোঃ রাজিব ও একই এলাকা বাবুল হাওলাদাররের ছেলে মোঃ রিয়াজ হাওলাদার। 


বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) ধারার অপরাধে উক্ত আইনের ১৫(১) ধারার বিধান মতে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় জনস্বার্থে পরিচালিত এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অপরাধ ও আইন এর আরও খবর: