যশোর চৌগাছা থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক-১।

মনা যশোর প্রতিনিধিঃ
ইং ২৬/০৫/২০২৫খ্রিঃ বিকাল ১৬.১০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা(ডিবি),যশোরের এসআই(নিঃ)/ রাজেশ কুমার দাশ, এসআই(নিঃ)/খান মাইদুল ইসলাম, এএসআই(নিঃ)/ গৌরাঙ্গ কুমার মন্ডল সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা টিম চৌগাছা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে অত্র থানাধীন ০১নং ফুলসরা ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের শেখপাড়া এলাকা হতে শেখ মোঃ নাদির-উর জামান(৪৭) কে ০১(এক) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেছে। গ্ৰেফতারকৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
এসংক্রান্তে চৌগাছা থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামির নাম ও ঠিকানাঃ
শেখ মোঃ নাদির-উর জামান(৪৭), পিতা-শেখ মোকছেদ আলী, সাং-ফুলসরা, থানা-চৌগাছা, জেলা-যশোর।