নীলফামারীতে যৌথ অভিযানে গাঁজার গাছ জব্দ

 প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১০:৫১ অপরাহ্ন   |   অপরাধ ও আইন


নুরল আমিন রংপুর ব্যুরোঃ


নীলফামারী সদর উপজেলার সুখধণ গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুটি গাঁজার গাছ জব্দ করা হয়েছে।


বুধবার রাত ১২টার দিকে টুপামারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ওই গ্রামে অভিযান চালানো হয়। সেনাবাহিনীর মেজর জোবায়েরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।


রনজিৎ দাস নামে এক ব্যক্তির বাড়ি থেকে গাঁজার গাছ দুটি উদ্ধার করা হয়। একটি গাছ প্রায় ১০ ফুট লম্বা ছিল, অন্যটি ছোট এবং বাড়ির টয়লেটের পাশে লাগানো ছিল।


অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতিতে স্থানীয়দের সহযোগিতায় গাছ দুটি জব্দ করে সদর থানা পুলিশ।


তবে বাড়ির মালিক রনজিৎ দাস বলেন, আমি জানি না এগুলো গাঁজার গাছ। আগুন জ্বালানোর জন্য গাছগুলো লাগিয়েছিলাম।

সদর থানার এসআই দিলীপ রায় বলেন, রনজিৎ দাস গাছের মালিকানা অস্বীকার করেছেন। বিষয়টি তদন্তাধীন। প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীরা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

অপরাধ ও আইন এর আরও খবর: