ডিবি পুলিশ অভিযানে কেরানীগঞ্জ থানা এলাকায় থেকে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সহ আটক-২

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর চৌকস টিম দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ইং ৩০/০৬/২০২৫ তারিখ রাত ২২.৫৫ ঘটিকার সময় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী এলাকা হতে পেশাদার মদক ব্যবসায়ী মোঃ মামুন মিয়া (৩৮), পিতা-মোঃ ইসমাইল মিয়া, সাং-কদমতলী খালপাড়, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকাকে ৫০ পুড়িয়া হেরোইন সহ গ্রেফতার করেন। একই তারিখ পৃথক অপর একটি অভিযানে রাত ২৩.১৫ ঘটিকার সময় দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকা হতে পেশাদার মাদক ব্যবাসায়ী মোঃ আকবর (৪১), পিতা-মোঃ তাইজুল ইসলাম, সাং-গাজীরচর, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ, বর্তমান সাং-পশ্চিম শুভাঢ্যা, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকাকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। আসামী মামুন মিয়া (৩৮) এর বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানার মামলা নং-০১, তাং-০১/০৭/২০২৫ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ৮(খ) এবং আসামী মোঃ আকবর (৪১) বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-০২, তাং-০১/০৭/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১০(ক) রুজু পূর্বক আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে । গ্রেফতারকৃত আসামীদের সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় আসামী মামুন মিয়ার বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানায় ০২ টি মাদক মামলা এবং আসামী মোঃ আকবর (৪১) এর বিরুদ্ধে ডিএমপি, ঢাকার মিরপুর মডেল থানা, শাহ আলী থানা, দারুসসালাম থানা ও রুপনগর থানায় সর্বমোট ০৫ টি মাদক মামলা রয়েছে।