ইট ভ্যাটার মাটির প্রয়োজনে হাজার হাজার একর আবাদি জমি,বিলপ্ত হচ্ছে।

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২০, ০৭:২৬ অপরাহ্ন   |   অপরাধ


প্রশাসনের নিরব ভুমিকা পালনঃ

 ইট বানাতে হলে মাটির প্রোয়োজন আর সেই মাটির জন্য ইট ভ্যাটার মলিকেরা ভ্যাকু দিয়ে মাটি উত্তোলন করতে গিয়ে শত শত একর ফসলি জমি বিলুপ্ত করে দিচ্ছেন, ঘটনা ঘটে মাদারীপুর জেলায় কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের আরীয়ালখা নদীর পারে,যেখানে আরীয়ালখা নদী ভাঙ্গন রক্ষা করতে বিভিন্ন স্থানে সরকার কোটি কোটি টাকা ব্যায় করে,এখোন প্রতি নীয়ত ভাঙ্গন রোধ করার জন্য জিও ব্যাগ ফেলে যাচ্ছেন আর সেখানে ঐ নদীর পার থেকে এক শ্রেণীর অসাধু ইট ব্যাবসার সাথে জরিতরা নদীর পারের জমি কেটে ভাঙ্গনের সৃষ্টি করছেন আজ আমাকে কবির ভাষায় ই বলতে হয় (কি বিচিত্র এই দেশ।) আন্ত্রজাতিক সমস্যা করোনা ভাইরাস আর এই করোন কালিন সময়ে আমাদের দেশে বিভিন্ন জায়গায় রেকড পরিমান বন্য হয়েছে সৃস্টি হয়েছে খাদ্য সংকট বর্তমান সরকার যেখানে আমদের খাদ্য ঘাটতি মিটানোর জন্য বিভিন্ন সময় বাস্তব  উপযোগী পদক্ষেপ নিচ্ছেন, যেখানে মাননীয়া প্রধান  মন্তী নিজ কন্ঠে বলেছেন আমাদের দেশে আবাদযোগ্য জমি কম আর তাই খাদ্য ঘাটতি মেটাতে হলে ১ ইঞ্চি জমি নস্ট করা যাবেনা, প্রতি ইঞ্চি জমিতে আমাদের চাষ করতে হবে, আর সেখানেই একশ্রেণীর সার্থনেশী মহল টাকার পহাড় বানানের জন্য আমাদের দেশের গরিব চাষীদের ভুলিয়ে ভালিয়ে নগদ টাকার লোভ দেখিয়ে,তাদের জমি নদীতে ভেঙ্গেযাবার ফয় দেখিয়ে সামান্য কিছু টাকা দিয়ে কোন প্রকার সরকারী বিধি নিষেধের তোয়াক্কা না করে শত শত  একর জমি হাতিয়ে ১০/১৫ ফুট গভির করে মটি কেটে নিয়েযাচ্ছে,প্রশাসন নিরব ভুমিকা পালন করছে। তারা যেন অসহায় তাদের বুঝি কিছুই করার নাই। এমনি ভাবে চলতে থাকলে আাগামী দিনেও দেখতে পাব হাজার হাজার একর ফসলী জমি ইট ভ্যাটার গর্ভে চলে গিয়াছে। আমাদের দেশে বারবে খাদ্য ঘাটতি । নদীতে শুরু হবে আরো নতুন নতুন ভাঙ্গন। আর সেই ভাঙ্গন ঠেকাত গিয়ে ক্ষতি হবে সরকারী কোটি কোটি টাকা।


মোঃ মনির হোসেন পরাগ

জেলা প্রতিনিধি

মাদারীপুর।

অপরাধ এর আরও খবর: