শার্শায় কৃষকদের মাঝে বায়ারের নতুন জাতের ধান বীজ বিতরণ

 প্রকাশ: ৩০ জুন ২০২২, ১০:৩৫ অপরাহ্ন   |   জেলার খবর


মনা, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ  সারাদেশে বায়ার কোম্পানির নতুন বিস্ময় নিয়ে যাত্রা শুরু অ্যারাইজ আই এন এইচ ১৬০১৯ হাইব্রিড জাতের ধান বীজ।


২৮শে জুন মঙ্গলবার সকালে শার্শায় এই হাইব্রিড ধানের শুভযাত্রা হিসাবে ২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫০ কেজি ধান বীজ বিতরণ করা হয়।


এই ধান বীজ বিতরণ অনুষ্ঠানে বায়ার ক্রপ সাইন্স কোম্পানির যশোর জেলার টেরিটরি অফিসার মো: রুবেল হোসেনের উপস্থাপনায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ কুমার মন্ডল, শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তরুন কুমার বালা, শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একরামুল ইসলাম সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।


টেরিটরি অফিসার রুবেল হোসেনের উপস্থাপনায় অ্যারাইজ জাতের এই ধান বীজের বৈশিষ্ট্য সম্পর্কে বলেন কিছু তথ্য দেন, সেগুলো নিম্নরূপঃ-

১| এ বীজ বাদামী ঘাস ফড়িং ও পাতা পোড়া রোগ সহনশীল।

২| মেয়াদকাল ১২৫-১৩০ দিন।

৩| মধ্যম চিকন চাল এবং এ গাছ সহজে হেলে পড়েনা।

৪| হেক্টর প্রতি গড় ফলন ৬-৭ টন।


এবিষয়ে শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ কুমার মন্ডল বলেন, এই জাতের ধানের ফলন যদি তার নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে তবে কৃষিতে নতুন বিপ্লব সহ কৃষকেরা অধিক লাভবান হবেন।

জেলার খবর এর আরও খবর: