নীলফামারীতে ইকোহোম সলুউশন লিমিটেড কোম্পানি শোরুম শুভ উদ্বোধন ।

 প্রকাশ: ০৫ জুলাই ২০২২, ০৪:০৮ অপরাহ্ন   |   জেলার খবর


নুরল আমিন রংপুর ব্যুরোঃ

  নীলফামারী সৈয়দপুর রোড,ডালপট্টি নীলফামারীতে

ইকোহোম সলুউশন লিমিটেড কোম্পানির শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (০৪ জুলাই ) বিকাল সারে ৩ টায় নীলফামারী ইকোহোম সলুউশন লিমিটেড কোম্পানির আয়োজনে শুভ উদ্বোধন করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এস এম শফিকুল আলম ডাবলু সভাপতি নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ,বিশেষ অতিথি ছিলেন  মোস্তাফিজার রহমান মুক্তি প্যানেল মেয়র পৌরসভা নীলফামারী ,এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিষ্ঠানটি সভাপতিত্ব করেন জেরাল্ড হল্টভেলুয়ার সিইও -ইকো হোম সলুউশন লিমিটেড এবং অনুষ্ঠান পরিচালনা   সঞ্চালনা করেন মো:ওয়াদুদ সরদার ইঞ্জিনিয়ার সিইও ইকো হোম সলুউশন লিমিটেড।এসময়

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,জেরাল্ড হল্টভেলুয়ার উনি বলেন, আজকাল আমরা সবাই জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন এবং পরিণতি সম্পর্কে আমরা  চিন্তিত সকলে।সিলেটের সাম্প্রতিক বন্যা আমাদের দেখিয়েছে এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে ৪ লাখের বেশি মানুষকে তাদের বাড়িঘর থেকে বিতারিত হতে হয়েছে। সাধারণত গৃহীত হয় যে বাংলাদেশে বায়ু দূষণের প্রধান উৎস ইট উৎপাদনের সময় তৈরি হয়। এখানে ৭ হাজার টি ইটের ভাটা রয়েছে,যারা কয়লা এবং কাঠ পোড়ানোর মাধ্যমে অনেক অনেক টন co2 উৎপাদন করে থাকে।২০১৩ সাল থেকে আমাদের কোম্পানি এই বিষয় নিয়ে চিন্তিত ছিল, যখন আমরা বেশ কয়েকটি জেলায় ৩ হাজার ৩০০টি নিম্ন আয়ের পরিবারের জন্য ঘর নির্মাণ শুরু করি । আমরা লক্ষ্য করেছি যে বেশিরভাগ পরিবার ইট দিয়ে অন্যরা টিন সিআই শিট দিয়ে তাদের ঘর তৈরি করেছে। আমরা এই ইটের বিকল্প খুঁজে পেতে আগ্রহী ছিলাম, এবং একটি গবেষণা শুরু করেছিলাম।বুয়েটের নির্দেশনায় আমরা এক বছরের গবেষণা করেছি এবং 

কম্প্রেসভ স্টেবিলাইজড আর্থ ব্লক তৈরি করেছি।এই বিল্ডিং ব্লক টি উচ্চচাপের অধীনে সংকুচিত করা হয়, উপরের মাটি ব্যবহার করা হয় না এবং পোড়ানো হয় না। আমরা শরীয়তপুরে এই ব্লক দিয়ে ২৩ টি বাড়ি নির্মাণ শুরু করেছি এবং ব্লকের গুণমান উন্নত করেছি।৪ বছর পর নীলফামারীর সি এইস পি কোম্পানি আমাদেরকে তাদের নতুন কারখানার জন্য ব্লক তৈরি করতে বলে,যা আমরা হাজীগঞ্জ বাজারে চলে আসি এবং ব্লক উৎপাদন শুরু করি।

নীলফামারীতে কারখানা ছাড়াও, আমরা একটি স্কুল, একটি ছোট হাসপাতাল এবং বেশ কয়েকটি, ৩৩টি বাড়ি তৈরি করেছি।আজ আমরা আনন্দিত এবং গর্বিত এই ঘোষণা করতে পেরে যে মিঃ পাভেল আমাদের ৬০ তম ক্লায়েন্ট আমরা। আমাদের কোম্পানির পণ্যকে বিশ্বাস করার জন্য তাকে ধন্যবাদ জানাই এবং তার সাথে কাজ করতে আমরা খুশি।নীলফামারী ও আশপাশের  এলাকার মানুষ কে আমাদের পণ্য সম্পর্কে জানাতে, আমরা এই শো রুমটিও খুলেছি।ইট এর পরিবর্তে ইকো ব্লগ ব্যবহার করে একটি পরিবার তাদের ঘর নির্মাণ করতে ১৩ টন Co2 গ্যাসের নির্গমন রোধ করবে।ইকো ব্লকের এই পছন্দটি পরবর্তী প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ।

জেলার খবর এর আরও খবর: