সিরাজগঞ্জে "গ্রীণ ভয়েস" সংগঠনের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশের সবচেয়ে বৃহৎ পরিবেশবাদী যুব সংগঠন "গ্রীন ভয়েস"-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা এবং কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। গ্রীণ ভয়েস সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা'র আয়োজনে,
আজ শনিবার (২৪মে-)সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সরকারি কলেজে'র সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রাশেদ।
এসময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রীন ভয়েস সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা'র সভাপতি
আঞ্জারুল ইসলাম, সদস্য হৃদয় মাহমুদ, খালিদ হাসান, ইমন আনাসরী অন্যান্য শিক্ষার্থী সদস্যবৃন্দ।"গ্রীণ ভয়েস"এর ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি অত্যান্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন করা হয়। এতে তরুণ, যুবকদের মধ্যে পরিবেশ সচেতনতা , পরিবেশ বান্ধব, প্রকৃতি ও জীবনের উপর জ্ঞানগর্ভ আলোচনা করা হয়। যা নতুন প্রজন্মদেরকে আরও উৎসাহিত করবে।