যশোর ডিবি পুলিশের অভিযানে বেনাপোল থেকে বিদেশি মদসহ আটক- ৩

 প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ১১:৫৫ অপরাহ্ন   |   জেলার খবর


মনা, নিজস্ব প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে ১১ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করেছের যশোর গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সদস্যরা। আটকরা চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে ডিবি।

আটকরা হলেন বেনাপোল পোর্ট থানার সাদিপুর মধ্যপাড়ার মৃত মিজানুর রহমানের ছেলে বাবু (৪০) গাতিপাড়ার মোহর আলীর ছেলে মহাসিন (২০) এবং সাতক্ষীরা জেলার কলারোয়া বোয়ালিয়া পূর্বপাড়ার সামাদের ছেলে আসাদুজ্জামান (৩০)।


রোববার ডিবি পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানাধীন চেকপোস্ট টু সাদীপুরগামী রাস্তার পাশে অভিযান পরিচালনা করে আসামি মেহেদী হাসান বাবুর ভাড়াটিয়া দোকান ঘরের ভিতর হতে তিনজনকে আটক করা হয়।

যশোর গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ইনচার্জ রুপন কুমার সরকার জানান, এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।

জেলার খবর এর আরও খবর: