রিয়াদে, আড়াইহাজার উপজেলা নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি গঠন ও আলোচনা সভা

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ন   |   জেলার খবর


রিয়াদ প্রতিনিধি;

সৌদিআরব রিয়াদে-প্রবাসী আড়াইহাজার উপজেলা বিএনপির কমিটি গঠন ও আলোচনা সভা রিয়াদের স্থানীয় একটি কমিনিউটিতে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা প্রবাসী আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম ও সৌদিআরব পূর্বাঞ্চল বিএনপি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চাঁন এর যৌথ সঞ্চালনায়,সভাপতিত্ব করেন প্রবাসী আড়াইহাজার উপজেলা বিএনপির রিয়াদ আহ্বায়ক আল আমিন শিকদার। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভ্যার্চুয়্যাল বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বক্তব্যের মাধ্যমে তিনি বলেন ধানের শীষে ভোট দিয়ে বিএনপি কে বিজয়ী করতে হবে। দলের স্বার্থে সকল মতভেদ ভুলে গিয়ে সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী আড়াইহাজার উপজেলা বিএনপি সদস্য সচিব শহীদুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন নেতা কর্মী ।

অনুষ্ঠানের প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রস্তাবনায় বেগম জিয়ার সুস্থতা কামনা ও তার পরিবারের জন্য দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

জেলার খবর এর আরও খবর: