কালকিনিতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত।

 প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন   |   জেলার খবর


সাহাদাত ওয়াশিম, কালকিনি প্রতিনিধি। 

মাদারীপুরের কালকিনিতে জুলাই পুর্নজাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষে উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তরের ও মহিলা অধিদপ্তরের আয়োজনে র‍্যালী, আলোচনা সভা, শপথ পাঠ অনুষ্ঠিত  হয়েছে।  


শনিবার (২৬ জুলাই)  সকাল  সারে ৯ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়াম ভবনে উক্ত কর্মসূচীর অনুষ্ঠিত হয়। 


এর আগে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে, অডিটোরিয়াম ভবনের সামনে গিয়ে শেষ করে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিনের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থেকে উপস্থিত ছাত্র-ছাত্রী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ  শপথ পাঠ করেন। 

এসময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন, কালকিনি থানা তদন্ত অফিসার নুরুল আমিন, উপজেলা সমাজ সেবা সহকারি কর্মকর্তা মশিউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাও অতিথিবৃন্দ।

জেলার খবর এর আরও খবর: