সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার।

মোঃ মোশারেফ নিজস্ব প্রতিনিধিঃ
সোনারগাঁও থানার এসআই(নিঃ)/মোঃ নাইমুল ইসলাম সংগীয় ফোর্সসহ সোনারগাঁ থানাধীন আষাড়িয়ার চর সাকিনস্থ মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে অবস্থান করে ঈগল-৭৭ ডিউটি করাকালীন সময়ে সন্দেহ ভাজন বিভিন্ন গাড়ী তল্লাশী করা কালে ২৮ জুলাই ২০২৫ খ্রিঃ রাত অনুমান ২০:১০ ঘটিকার সময় হানিফ পরিবহনের ঢাকাগামী একটি বাস, যার রেজিঃ ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৫০ ঘটনাস্থলে আসলে বাসটিকে সংকেত দিয়ে থামানো হয়। বাসটি থামার সাথে সাথে উক্ত বাস হতে একজন লোক নেমে কৌশলে পালানোর চেষ্টা কালে এসআই/মোঃ নাইমুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১। মোঃ আলম (৩৪), পিতা- মৃতঃ হাসান, স্থায়ী ঠিকানাঃ গ্রাম- ব্লক-আই, মুছুনী ক্যাম্প, ঘর নং- ৫০৩, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে আটক করেন। উপস্থিত সাক্ষীদের সামনে মাদক কারবারির দেহ তল্লাশী করাকালীন আসামীর পরিহিত লুঙ্গীর নিচে থাকা হাফ প্যান্টের ডান পকেট হতে (১) একটি কালো রংয়ের পলিথিনের ভেতর কালো কসটেপ দ্বারা মোড়ানো ২০টি ছোট পোটলা, যার প্রতিটি পোটলার ভেতর ৫০ পিস করে সর্বমোট (২০X৫০)= ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ১০০ (একশত) গ্রাম উদ্ধার করা হয়। উক্ত ইয়াবা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয় এবং আসামীর বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় । গ্রেফতারকৃত মাদক কারবারিকে অদ্য ২৯ জুলাই ২০২৫ খ্রিঃ (মঙ্গলবার) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।