গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে বড়াইগ্রামে মানববন্ধন

 প্রকাশ: ১১ অগাস্ট ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন   |   জেলার খবর


স্টাফ রিপোর্টার,

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার সাংবাদিকরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।


এতে উপজেলার সব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। বক্তারা বলেন, সাংবাদিক হত্যার মতো নৃশংস ঘটনা গণমাধ্যমের কণ্ঠরোধের একটি গভীর ষড়যন্ত্র। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক আলহাজ সাইফুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক সরকার, টেলিভিশন রিপোর্টার ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) নাটোর জেলা শাখার সহ-সভাপতি জাহিদ হাসান , বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মেমন, বড়াইগ্রাম ইউনিটি প্রেসক্লাবের সভাপতি মাহাবুব হোসেন, বড়াইগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ সহ বড়াইগ্রামে কর্মরত সব সাংবাদিক।

জেলার খবর এর আরও খবর: