সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে নিকুঞ্জ-২ এলাকায় অভিযানে পরিচালনা করে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আটক

 প্রকাশ: ১৬ অগাস্ট ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন   |   জেলার খবর


মোঃ মোশারেফ নিজস্ব প্রতিনিধিঃ

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় নেতা মোঃ আব্দুর রশিদ বখতিয়ার (৪৭) কে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।


মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) বেলা আনুমানিক ০৩:০০ ঘটিকায় খিলক্ষেত থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।


সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে জানতে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির এক নেতা নিকুঞ্জ-২ এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বেলা আনুমানিক ০৩:০০ ঘটিকায় নিকুঞ্জ-২ এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুর রশিদ বখতিয়ারকে গ্রেফতার করে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি চৌকস টিম।


গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেলার খবর এর আরও খবর: