৪ (চার) কেজি গাঁজা সহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে সোনারগাও থানা পুলিশ

 প্রকাশ: ১৬ অগাস্ট ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন   |   জেলার খবর


মোঃ মোশারেফ নিজস্ব প্রতিনিধিঃ

সোনারগাঁও থানায় কর্মরত এসআই(নিঃ)/ মোঃ আব্দুল জলিল সঙ্গীয় পুরুষ ও নারী ফোর্সসহ সোনারগাঁও থানাধীন আষারিয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজার পশ্চিম পার্শ্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলিশ চেকপোস্টের সামনে ঢাকাগামী পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের জন্য সন্দেহভাজন ব্যক্তি এবং যানবাহন তল্লাশী করাকালীন  ১১/০৮/২০২৫ তারিখ ২০.৪৫ ঘটিকার সময় গজারিয়ার দিক হতে ঢাকা গামী সিএনজি গাড়ী নং- নারায়ণগঞ্জ-থ-১১-০২১০ যোগে একজন পুরুষ ও ১ জন মহিলা মেঘনা টোল প্লাজায় এসে উক্ত সিএনজি গাড়ী হতে নেমে পায়ে হেঁটে সোনারগাঁও থানাধীন আষারিয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলিশ চেকপোস্টের সামনে ঢাকাগামী পাকা রাস্তার উপর পৌঁছালে তাদের দুজনের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। তখন সঙ্গীয় পুরুষ ও নারী ফোর্সের সহায়তায় ঐ দুজনকে আটক করা হয়। আটককৃত উক্ত দুজনকে জিজ্ঞাসাবাদে তারা তাদের নাম ঠিকানা ১। পারভীন আক্তার (৩৫), স্বামী- আঃ ছালাম, মাতা- মোছাঃ রহিমা বেগম,  সাং- সোনাপুর গুচ্ছগ্রাম, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ,  বর্তমানঃ সাং- কাজীপাড়া নোরাইল (আব্দুল গফুরের বাড়ীর ভাড়াটিয়া), থানা- ব্রাহ্মণবাড়ীয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়ীয়া, ২। স্বপন মিয়া (২৯), পিতা- সুরুজ মিয়া, মাতা- সমলা বেগম, সাং- আখাউড়া পশ্চিম কলোনী, পোঃ আখাউড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া বলে জানায়। অতঃপর আটককৃত মোসাঃ পারভীন এর দখল থেকে ০৪(চার) কেজি গাঁজা ও আটককৃত স্বপন মিয়ার দখল থেকে ০২(দুই) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাদের অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলার খবর এর আরও খবর: