গুইমারায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

 প্রকাশ: ১৬ অগাস্ট ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন   |   জেলার খবর


মোঃ মুবিনুল ইসলাম, গুইমারা  (খাগড়াছড়ি) প্রতিনিধি:


“যুব র‍্যালি, শপথ পাঠ, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ” কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।


মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুইমারা  উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আইরিন আকতার। বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব মো: রেজাউল করিম, প্রধান শিক্ষক গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষক সিন্ধুকছড়ি উচ্চ বিদ্যালয় ও গুইমারা দাখিল মাদ্রাসার সুপার সহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তারা বলেন, যুব সমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি। সুশিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে তরুণদের এগিয়ে যেতে হবে। সভা শেষে যোগ্য যুবকদের মাঝে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

জেলার খবর এর আরও খবর: