ঢাকা জেলা ডিবি পুলিশ (উত্তর) বিশেষ অভিযানে আশুলিয়া থেকে ৩৯,৫০০ ভারতীয় জাল রুপী এবং ১,১৬,০০০ জাল টাকাসহ গ্রেফতার-১

মোঃ মোশারেফ নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (উত্তর) এর একটি চৌকস টিম ১৬/০৮/২৫ খ্রিস্টাব্দ রাত ১৭.৩০ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কন্ডলবাগ এলাকা হইতে আসামী ১। মোঃ রফিকুল ইসলাম @ রফিক (৪২), পিতা-মৃত মান্নান সিকদার, মাতা-মৃত কুলসুম বেগম, সাং-বাখরখাঠী, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল, এ/পি সাং-কুন্ডলবাগ পুকুরপাড়, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে গ্র্রেফতার করেন এবং গ্রেফতারকৃত আসামীর হেফাজত হইতে (ক) ভারতীয় জাল ৫০০ রুপি মানের নোট ৭৯ (উনআশি) টি। মোট রুপি ৩৯,৫০০/-(উনচল্লিশ হাজার পাঁচশত) রুপি । তন্মধ্যে রুপি ক্রমিক নং 6BT778673 (২২x৫০০)=১১,০০০, 6BT778676 (১৯x৫০০)=৯,৫০০, 6BT778678 (১৯x৫০০)=৯,৫০০, 6BT778679 (১৯x৫০০)=৯,৫০০ সর্বমোট ১১,০০০+৯৫০০+৯৫০০+৯৫০০=৩৯৫০০/- রুপি। প্রতি রুপির গায়ে ইংরেজীতে RESERVE BANK OF INDIA FIVE HUNDRED RUPEES সহ হিন্দিতে বিভিন্ন লেখা আছে এবং (খ) বাংলাদেশী জাল ৫০০ টাকার নোট ২৩২ (দুইশত বত্রিশ) টি । মোট জাল টাকা ১,১৬,০০০/-(এক লক্ষ ষোল হাজার) টাকা। তন্মধ্যে টাকার ক্রমিক নং-জঙ ৪৭০০৯২০ (৭৯X৫০০=৩৯,৫০০/- জঙ ৪৭০০৯২৯(৪২X৫০০=২১,০০০/-) জঙ ৪৭০০৯২৪ (১৯X৫০০= ৯,৫০০/-) জঙ ৪৭০০৯২২ (৫৪X৫০০=২৭,০০০/-), জঙ ৪৭০০৯২৬(৩৮X৫০০= ১৯,০০০/-) সর্বমোট (৩৯,৫০০+২১,০০০+৯,৫০০+২৭,০০০+১৯,০০০)= ১,১৬,০০০/-(এক লক্ষ ষোল হাজার) জাল টাকা উদ্ধার করেন। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
প্রেস রিলিজ
তারিখ-১৭/০৮/২০২৫
জেলা পুলিশ, ঢাকা।