কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন ডাকাতকে আটক করেছে ডিবি পুলিশ দক্ষিণ

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন   |   জেলার খবর


মোঃ মোশারেফ নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকা জেলা পুলিশের অভিভাবক  সুযোগ্য পুলিশ সুপার  জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায়, পুলিশ পরিদশক (নিরস্ত্র) জনাব মোঃ সাইদুল ইসলাম (অফিসার ইনচার্জ), ডিবি (দক্ষিন), ঢাকা জেলা  এর নেতৃত্বে  ঢাকা জেলা ডিবি (দক্ষিন) এর চৌকস  ডিবি টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে ইং ১৬/০৮/২০২৫ তারিখ ২২.৪৫ ঘটিকার সময় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন নরন্ডী এলাকা হতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত ১। মোঃ কুদ্দুস (৪১), পিতা- মৃত মোজাফ্ফর @ বাদশা,  সাং-কাজীরচর, থানা-মুলাদী, জেলা-বরিশাল, বর্তমান সাং-চনকুটিয়া বেবী স্ট্যান্ড থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, ২। মোঃ সোহরাব খাঁ (৪৬), পিতা-মৃত নূর ইসলাম, সাং-রাড়ী কান্দি, থানা-সখিপুর, জেলা-শরীয়তপুর, বর্তমান থানা-লালবাগ, ঢাকা মহানগর, ঢাকা, ৩। মোঃ মনির হোসেন (৩৮), পিতা- মৃত কটন সিকদার, সাং-উত্তর কেবল নগর, থানা-জাজিরা, জেলা-শরীয়তপুর, বর্তমান সাং-চুনকুটিয়া চৌরাস্তা, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, ০৪। মোঃ রফিক (৪২), পিতা- মৃত মহসিন,  সাং-চুনকুটিয়া বেগুনবাড়ী, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা ও ০৫। মোঃ জলিল মোল্লা (৪৫), পিতা- ছাহের মোল্লা, সাং-চুনকুটিয়া হিজলতলা, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে ধৃত আসামীদের নিকট হতে ০১টি ইলেকট্রিক শকার, ০১ টি সুইচ গিয়ার, ০২টি টর্চলাইট, ০৩টি মোবাইল ফোন ও ০২টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।   

সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় ধৃত আসামী মোঃ কুদ্দুস (৪১) এর বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অস্ত্র আইন, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন ও ডাকাতি মামলা সহ মোট ০৬টি মামলা, আসামী মোঃ সোহরাব খাঁ (৪৬) এর বিরুদ্ধে ঢাকা মহানগর এলাকার বিভিন্ন থানায় অপহরন, ডাকাতি ও মাদকদ্রব্য আইনের মামলা সহ মোট ০৩টি মামলা, আসমী মোঃ মনির হোসেন (৩৮) এর বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন থানা সহ ঢাকা জেলার কেরানীগঞ্জ থানায় ডাকাতি ও মাদক মামলা সহ মোট ০৩টি মামলা এবং ধৃত আসামী মোঃ রফিক (৪২) এর বিরুদ্ধে ঢাকা জেলার কেরনীগঞ্জ মডেল থানায় ০১টি ডাকাটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কেরাণীগঞ্জ মডেল থানার মামলা নং-২৬ , তাং-১৭/০৮/২০২৫ ইং, ধারা- ১৭০/৩৯৯/৪০২ পেনাল কোড আইনের রুজু পূবক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেলার খবর এর আরও খবর: