পায়েল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গুইমারা বাজারপাড়া স্পোর্টিং ক্লাবের নাটকীয় জয়

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
গুইমারা উপজেলায় প্রাণবন্ত আয়োজনের মাধ্যমে সম্পন্ন হলো "পায়েল স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট-২০২৫" এর ফাইনাল খেলা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) পায়েল স্মৃতি সংসদ কতৃক আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় গুইমারা উচ্চ বিদ্যালয় মাঠে। টান টান উত্তেজনাপূর্ণ খেলায় মুখোমুখি হয় পায়েল স্মৃতি সংসদ বনাম গুইমারা বাজারপাড়া স্পোর্টিং ক্লাব। খেলাটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেখানে নির্ধারিত সময় পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। ফলে খেলার ফলাফল নির্ধারিত হয় ট্রাইবেকারের মাধ্যমে।
ট্রাইবেকারে ৪-৩ ব্যবধানে পায়েল স্মৃতি সংসদকে হারিয়ে গুইমারা বাজারপাড়া স্পোর্টিং ক্লাব শিরোপা জয়ের গৌরব অর্জন করে। জয়ী দলের খেলোয়াড়দের মাঝে উচ্ছ্বাস ও আনন্দ বিরাজ করছিল, আর হারলেও পায়েল স্মৃতি সংসদ দল ছিল চমৎকার খেলার জন্য দর্শকদের প্রশংসা অর্জনকারী।
খেলার শুরুতে এক সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপি'র সম্মানিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী ডালিম।
এছাড়া উপস্থিত ছিলেন হাফছড়ি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন, গুইমারা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ হাফিজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আলাউদ্দিন আরিফ, যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আলম, বড়পিলাক ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ তরব আলী ও সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম।
উপজেলা ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন, যার মধ্যে আহ্বায়ক মোঃ পারভেজ হোসেন, সদস্য সচিব মোঃ আল মামুন, যুগ্ম আহ্বায়ক তানভীর শিহাব, দিদারুল আলম হদয়, মোঃ মাইনুদ্দিন, গুইমারা সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ কামরুল ইসলাম এবং ২নং হাফছড়ি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আমিনুর ইসলাম উল্লেখযোগ্য।
খেলার সভাপতিত্ব করেন ২নং হাফছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোজাম্মেল রিফাত এবং খেলা পরিচালনা করেন মোঃ মুবিনুল ইসলাম (সাধারণ সম্পাদক, গুইমারা উপজেলা মৎস্যজীবী দল) ও মোঃ জুয়েল রানা (৬নং ওয়ার্ড ছাত্রদল)।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। খেলোয়াড়দের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মোঃ সাইফুল ইসলাম সোহাগ ও সোহেল দেওয়ান। তারা বলেন, "খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখে।"
উল্লেখ্য, পায়েল স্মৃতি সংসদের এই আয়োজনটি প্রতিবছর এলাকার ক্রীড়ামোদী জনগণের কাছে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে। এবারের আয়োজনও তার ব্যতিক্রম ছিল না।