বুড়িচংয়ের রাজাপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন।

মারুফ হোসেন:
কুমিল্লার বুড়িচংয়ের রাজাপুর ইউনিয়নে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা)যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন গাউসিয়া কমিটি বাংলাদেশ এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) উদযাপন উপলক্ষে জশনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন দরবার শরীফের প্রতিনিধি বৃন্দ ও সুন্নি সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। জশনে জুলুছ শেষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।
শনিবার (৬ সেপ্টেম্বর ) সকাল ৭ টায় আয়োজিত এ র্যালী ও আলোচনা সভায় স্থানীয় ওলামায়ে কেরাম, জনপ্রতিনিধি, সমাজসেবী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
র্যালী ও সভায় বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী (সাঃ) মুসলমানদের জীবনে এক পবিত্র আনন্দের দিন, যেটি শুধুমাত্র উৎসব আনন্দ নয় বরং রাসূলুল্লাহ (সাঃ)-এর আদর্শ বাস্তবায়নের অঙ্গীকারের দিন। তাঁরা বলেন, এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে রাসূলু (সাঃ)-এর সীরাত ও সুন্নতের প্রতি ভালোবাসা জাগ্রত হবে।
সভায় বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) হলো মুসলিম উম্মাহর জন্য এক পবিত্র ও অনন্য দিন, যা আমাদেরকে রাসূলে পাক (সা.)-এর আদর্শ অনুসরণে উদ্বুদ্ধ করে। মিলাদুন্নবী (সা.)-এর কর্মসূচিকে সুশৃঙ্খল, সুন্দর ও যথাযোগ্য মর্যাদায় পালনের ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত আলোচনা সভায়, দোয়া মাহফিল ও র্যালীতে উপস্থিত ছিলেন ওলামা সমিতির সভাপতি সৈয়দ আবদুল কাহের,গাউসিয়া কমিটির উপদেষ্টা ড. হাবীব,গাউসিয়া কমিটির সভাপতি দ্বীন ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ মাকসুদ,সহ সাংগঠনিক সম্পাদক রিজান,মাহিন,দপ্তর সম্পাদক সাগর,অর্থ বিষয়ক সম্পাদক নিহাদ,প্রচার সম্পাদক মোঃ সিয়াম,সদস্য মোঃ নিহাল,মোঃ আরিফ, মোঃ সৈকত,মোঃ নোহাশ,মোঃ জাবির,রিয়াদ,মোঃ নাজমুল, মোঃ বাহার, রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোঃ রিয়াদ সহ অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে ঘিলাতলা থেকে অসংখ্য লোকজনের গাড়ি বহর নিয়ে কুমিল্লা - বাগড়া প্রধান সড়কের শংকুচাইল হতে শশীদল,শশীদল হতে কালিকাপুর এবং কালিকাপুর থেকে ঘিলাতলা দরবার শরীফের খানকে শরীফ পর্যন্ত এ শোভাযাত্রার সমাপ্তি ঘটে।
শোভযাত্রা শেষে মিলাদ শরীফ, ক্বিয়াম ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের কল্যাণ এবং সকলের জন্য হেদায়েত কামনা করে দোয়া করা হয়।