দৌলতপুর থানায় শ্বারদীয় দুর্গাপূজা উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত।

 প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন   |   জেলার খবর


রবিউল আলম,দৌলতপুর,  মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের দৌলতপুর থানার হলরুমে শ্বারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা  নির্বিঘ্ন  রাখার নির্মিত্বে প্রস্তুতিমূলক সভা গতকাল প্রায় ৩:৩০  ঘটিকায়  অনুষ্ঠিত হয়েছে।


মত বিনিময় সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জনাব সাদিয়া সাবরিনা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল শিবালয়।  

সভায় সভাপতিত্ব করেন, দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুন। 


সভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন,  দুর্গাপূজাকে কেন্দ্র করে, যাতে কেউ কোন প্রকার বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে  না পারে, সেজন্য পুলিশ সতর্ক রয়েছে এবং আপনাদের কেউ  চোখ-কান খোলা রেখে সতর্ক থাকবেন এবং পুলিশ প্রশাসনকে  অবগত করবেন। 


পূজা চলাকালে সিসিটিভি  সক্রিয় রাখা এবং  প্রতিটি মণ্ডবে স্বেচ্ছাসেবক দ্বারা সার্বক্ষণিক  নিয়ন্ত্রণ রাখার ব্যবস্থা করার জন্য পূজা কমিটির প্রতি আহবান জানানো হয়।

আলোচনায় অফিসার্স ইনচার্জ এ আর এম আল মামুন বলেন যে, দুর্গাপূজা চলাকালে অনাকাঙ্খিত  পরিস্থিতি মোকাবেলার জন্য  সাদা পোষাকেও পুলিশ মোতায়েন থাকবে। যাদের চলাফেরা আমাদের চোখে সন্দেহ লাগবে তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে  আসবো।


এ সময় আরো উপস্থিত ছিলেন ওসি তদন্ত  ফরিদ আহমেদ , দৌলতপুর থানা পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত কুমার তরফদার  ও সাধারণ সম্পাদক সুদেব সূত্রধর। তাছাড়াও দৌলতপুর থানার প্রতিটি পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ আশ্বস্ত করেন যে, পুলিশ প্রশাসনের সাথে সার্বিক সহযোগিতা  রাখার অঙ্গীকার ব্যক্ত করেন  এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব   সম্পূর্ণ করার প্রত্যয় ব্যক্ত করেন।  

এ সময় সভায়, সাংবাদিক বৃন্দ,ইউনিয়ন চেয়ারম্যান গন সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণী- পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ   ও সকল ইউনিয়নের বিড অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলার খবর এর আরও খবর: