গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় পণ্যের গুনগত মান যাঁচাই সংক্রান্ত বিএসটিআই সার্ভিল্যান্স পরিচালনা করা হয়

 প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন   |   জেলার খবর



মোশারেফ হোসেন নিজস্ব প্রতিনিধিঃ

অদ্য ২৮-০৯-২০২৫ খ্রি. তারিখে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স পরিচালনা করা হয়। উক্ত  সার্ভিল্যান্স এর কার্যক্রম নিম্নরূপঃ


১. গ্রীন ভিঊ গলফ রিসোর্ট লি.,  ভাংনাহাটি, শ্রীপুর, গাজীপুর এর উৎপাদিত বিস্কুট, কেক, ব্রেড  পণ্যের অনুকূলে সিএম  লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা  হয়।

০২. টয়ো ফিড মিলস লি:,  গাজীপুর, এর পোল্ট্রি ফিড পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। 

০৩. মোমতাহিনা ফুডস এন্ড ওয়েল মিলস, ভাংনাহাটি, শ্রীপুর, গাজীপুর এর বিস্কুট, লাচ্ছা সেমাই  ও চানাচুর  পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স নবায়নের  এবং মরিচের গুড়া , হলুদের গুড়া ও সরিষার তেল পণ্য সমূহের  অনুকূলে  লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।  

০৪. রিদিশা ফুড এন্ড বেভারেজ লি: শ্রীপুর, গাজীপুর এর  কারখানা সারভিল্যান্স পরিদর্শন পূর্বক পণ্যের গুণগত মান যাচাই এর নিমিত্তে কেক পণ্যের  নমুনা সংগ্রহ  করা হয়।

 

উক্ত অভিযানটি  জনাব মোঃ রকিবুল হাসান, সহকারী পরিচালক (সিএম) এবং  প্রকৌ. ফাহাদ আহমেদ, ফিল্ড অফিসার (সিএম) এর সমন্বয়ে  পরিচালিত হয়।


জনস্বার্থে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গাজীপুর এর এধরণের  কার্যক্রম অব্যাহত থাকবে।

জেলার খবর এর আরও খবর: