রাণীশংকৈলে ভরনিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৬ অপরাহ্ন   |   জেলার খবর



স্টাফ রিপোর্টার, হাসিনুজ্জামান মিন্টু,, 


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভরনিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ভরনিয়া হাট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।টুর্নামেন্টের ফাইনাল খেলায় পঞ্চগড়-বোদা ফুটবল দল বীরগঞ্জ সলিডিটি ফুটবল দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন। ভরনিয়া হাট ফুটবল ক্লাবের আয়োজনে এবং ধর্মগড় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর বারীর সভাপতিত্বে চুড়ান্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড্যাবের সাবেক মহাসচিব ডা.আব্দুস সালাম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও-৩ আসনের সাম্ভাব্য এমপি প্রার্থী আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার,পৌর যুবদলের নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক,

ভরনিয়া হাট ফুটবল ক্লাবের সভাপতি সাজেমান সাজু,সেক্রেটারী নাহিদুর রহমান, খেলা পরিচালনা কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ সহিদুল ইসলাম প্রমূখ। খেলার ধারাভাষ্যে ছিলেন তোফাজ্জল হোসেন তফু। এছাড়াও খেলা পরিচালনা কমিটির বিভিন্ন সদস্য স্থানীয় রাজনৈতিক-সামাজিক- সাংস্কৃতিক ব্যক্তি ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার হিসেবে ট্রফি ও ম্যাডেল তুলে দেন।

জেলার খবর এর আরও খবর: