গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী রামসু বাজারে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রায় ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা বিতরণ

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজারে ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীদের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ২ অক্টোবর (বৃহস্পতিবার), গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।
পরিদর্শনের পূর্বে তিনি স্থানীয় মারমা সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভা শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রায় **১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা** বিতরণ করা হয়।
রিজিয়ন কমান্ডার আরও জানান, জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়ার পক্ষ থেকে **অতিরিক্ত ২০ লক্ষ টাকার অনুদান** প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা অচিরেই ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।
তিনি স্থানীয়দের সহযোগিতায় রামসু বাজারের স্বাভাবিক পরিবেশ পুনঃস্থাপনের প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য থেকে দূরে থাকার পরামর্শ দেন।
রিজিয়ন কমান্ডার আশ্বাস দেন, ক্ষতিগ্রস্তদের পূর্ণ পুনর্বাসন না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।