দৌলতপুরে- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

 প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন   |   জেলার খবর




রবিউল আলম দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধি:



আজ ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গল বার , 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক,যুবদল দৌলতপুর উপজেলা শাখা'র নেতৃত্বে,  যুবদলের বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  যুবদল দল নেতা মো: সাইফুল ইসলাম বক্তৃতায় বলেন

"একটি শাপলা -একটি পতাকা  এক যমুনা রক্ত,,আমরা সবাই রিতা আপার ভক্ত। 


 রেলিটি দৌলতপুর বাজার বটতলা হতে শুরু হয়ে উপজেলা প্রদক্ষিণ করে পার্টি অফিস হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন। 

 বক্তারা বক্তৃতায় বলেন,ফ্যাসিবাদের  দেস্যুররা যাতে আমাদের মাঝে অুনপ্রবেশ করে তৈরি করতে না পারে এবং  জনগণকে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে।

আমাদেরকে ধানের শীষ প্রতীকের আস্থা অর্জন  করতে হবে -সেজন্য সবাই জনগণের  আস্থা তৈরি করতে এখনই  মাঠে নেমে পরতে হবে , যাতে ধানের শীষের প্রতীকে জয়যুক্ত করা যায়। 


মিছিল ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন - 

মো:সালাউদ্দিন সেলিম,

আহবায়ক,দৌলতপুর উপজেলা যুবদল। মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক দৌলতপুর উপজেলা শাখা যুবদল,  মোঃ মোবারক হোসেন (বাবু), যুগ্ম আহবায়ক, যুবদল,দৌলতপুর উপজেলা শাখা ,  মোঃ আব্দুস ছালাম সদস্য সচিব যু্বদল, দৌলতপুর উপজেলা শাখা ও স্বপন, যুবদল নেতা  প্রমুখ। 

তাছাড়াও  ৪৭তম যুব দিবস সফল করতে   ইউনিয়ন থেকে শত শত  নেতাকর্মীরা বর্ণাঢ্য মিছিলে  অংশগ্রহণ করেন।

জেলার খবর এর আরও খবর: