গুইমারায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল।
মোঃ মুবিনুল ইসলাম,(গুইমারা) খাগড়াছড়ি প্রতিনিধি:-
খাগড়াছড়ির গুইমারায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ। এছাড়াও উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, সাবেক সভাপতি মোঃ ইউসুফ হোসেন, সহ-সভাপতি মোঃ নবী হোসেন, সহ-সভাপতি এসএম মিলন, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, উপজেলা যুবদলের আহব্বায়ক মোঃ আরমান হোসাইনসহ উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, কৃষকদল, শ্রমিকদল, তাতীদল, মৎসজীবিদলের নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থ জীবন এবং দেশের সার্বিক শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
