নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে বদরগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি,
রংপুরের বদরগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধিভুক্ত পরিবার কল্যাণ সহকারী (FWA), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) দের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বদরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন। এ সময় তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য নিয়োগবিধি বাস্তবায়নের দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেননি। ফলে বাধ্য হয়েই তারা এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন।
একজন আন্দোলনকারী কর্মী বলেন,
“আমরা তৃণমূল পর্যায়ে সরকারের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়ন করছি। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমে আমাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার। দ্রুত নিয়োগবিধি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।”
কর্মসূচিতে বক্তারা আরও বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীরা সীমিত সুযোগ-সুবিধা ও ঝুঁকিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করলেও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
শেষে তারা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে নিয়োগবিধি বাস্তবায়নের জোর দাবি জানান এবং দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
