খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় মহিলাদল ও সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদের আয়োজন
মো মুবিনুল ইসলাম, (গুইমারা) খাগড়াছড়ি প্রতিনিধি:-
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারায় হাফছড়ি ইউনিয়ন মহিলাদল ও কালাপানি সমাজ পরিচালনা কমিটির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে
৯(ডিসেম্বর)মঙ্গলবার বাদ আছর কালাপানিতে হাফছড়ি ইউনিয়ন মহিলাদল ও কালাপানি সমাজ পরিচালনা কমিটির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লি,ব্যবসায়ী,শিক্ষক, স্থানীয় সুধীজনসহ নানা পেশার মানুষ অংশ নেন। দেশনেত্রীর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন কালাপানি জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী, সহ সভাপতি নবী হোসেন, আবু বকর, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, হাফছড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক দিদারুল হৃদয়, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন মহিলাদলের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে নেতার বলেন,"দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অপ্রতিরোদ্ধ কণ্ঠ।
তাঁর অসুস্থতা দেশের জনগণকে মর্মাহত করেছে,আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে দাঁড়াবেন- এটাই আমাদের প্রার্থনা।"
ইউনিয়ন মহিলা দলের সভাপতি তাসলিমা বলেন,"আমরা শুধু দলীয় নেত্রী নয়,জাতির এক অভিভাবকের সুস্থতার জন্য দোয়া করছি।দেশনেত্রীর সুস্থতা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।"
দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি,রাজনৈতিক স্থিতিশীলতা এবং সকল অসুস্থ নেতাকর্মীর আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগকে কৃতজ্ঞতার সঙ্গে স্বাগত জানিয়েছেন অংশগ্রহণকারীরা।
