চট্টগ্রামে ইউসিবি ব্যাংকে অগ্নিকাণ্ড। প্রায় তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণ ।

 প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ০৪:৪৪ পূর্বাহ্ন   |   অর্থ ও বাণিজ্য




  নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি 


 চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নন্দনকান রাইফেল ক্লাব ভবনের ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকে (ইউসিবি) লাগা আগুন ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের টানা তিন ঘণ্টা প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এখনও ভেতরে প্রচণ্ড ধোঁয়া রয়েছে। শনিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সন্ধ্যায় ৭টার দিকে বেসরকারি ব্যাংকের এ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।



ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যায় রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের কার্যালয়ে আগুন লাগে। চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে, আগুন কীভাবে লেগেছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।


জানা যায়  সাতটার দিকে আগুনের ঘটনা ঘটে। এ সময় ব্যাংক বন্ধ ছিল। নিরাপত্তাকর্মী থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন। এখনো ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর শর্ট সার্কিট থেকে হাল্কা আগুন ধরে৷ এরপরই একটা বিকট আওয়াজ হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে। ব্যাংকের ভেতরে কিছুদিন আগে এয়ার কন্ডিশনের ওয়্যারিং এর কাজ করানো হয়েছিলো। সেখান থেকেই শর্ট সার্কিট হতে পারে।


 আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের এক কর্মী অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আভিযানে থাকা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ভেতরে প্রচুর ধোঁয়া। কি থেকে এত ধোয়া উৎপণ্ণ হচ্ছে তা বলতে পারছি না।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: