সামাজিক দূরত্ব বজায় রেখে সবকিছু সচল করতে হবে।

স্টাফ রিপোর্টার ঃ
করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য বাগেরহাট জেলায় দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সচিব মো. মহিবুল হক বলেছেন, প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে আতংকিত হলে চলবেনা। সামাজিক দূরত্ব বজায় রেখে ধীরে ধীরে সবকিছু সচল করতে হবে। অন্যথায় খাদ্য সংকটসহ নানা ধরণের বিপর্যয় দেখা দিতে পারে।
শনিবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি কর্মকর্তা, করোনা প্রতিরোধ কমিটি ও জনপ্রতিনিধিদের সাথে করোনা পরিস্থিতি নিয়ে এক জরুরি সভা শেষে প্রেস বিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মহিবুল হক এ সময় জানান, গোটা বাগেরহাট জেলা এখনো করোনা মুক্ত আছে। পরিস্থিতি মোকাবেলায় নিযুক্তরা যথেষ্ট তৎপর আছেন। কোন সমস্যা বা অভিযোগ পাওয়া যায়নি।
বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, মেয়র মনিরুল হক তালুকদার, সিভিল সার্জন মো. হুমায়ুন কবির, উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক এ সময় উপস্থিত ছিলেন।