কালিহাতীর কৃতি সন্তান মো: আল আমিন।

স্টাফ রিপোর্টার ( সাগর প্রামানিক ) ঃ
ডিজিটাল পদ্ধতিতে যেনো মানুষ যরে বসে থেকে ডিজিটাল সেবা কার্ড দিয়ে সেবা নিতে পারে এমন একটি বিষয় নিয়ে বেশ কয়েক মাস আগে থেকে কাজ করছিলো আল আমিন।
সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের মানুষ ও করোনার আক্রমনে ঘরবন্দী।
অসহায় হয়ে পড়েছে নিন্ম আয়ের মানুষ গুলো
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার
ঘরবন্দী নিন্ম আয়ের মানুষদের জন্য দীর্ঘ মেয়াদী ত্রানের ব্যবস্থা করেছেন।
তারই ধারাবাহিকতায় সময়োপযোগী অত্যন্ত চমৎকার একটি উদ্ভাবন নিয়ে এলো আল আমিন
গ্রহীতা যেনো সুন্দর এবং সুষ্ঠ ভাবে ত্রান নিতে পারে এর জন্য একটি সিস্টেম (Apps) তৈরী করে সে। এ পদ্ধতিতে ভোক্তার কাছে একটি ডিজিটাল রেশন কার্ড থাকবে যার মাধ্যমে তিনি সেবা নিতে পারবে।কে কত গুলো সেবা কোন তারিখে নিচ্ছে তার একটি হিসাব থাকবে সিস্টেম এ।
সারা দেশ ব্যাপী এভাবে ত্রান দেয়ার ব্যবস্থা করলে
সুন্দর ভাবে ত্রান বিতরন করা যাবে।
আমাদের কালিহাতী ৪ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী এম পি মহোদয়,কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালীহাতি উপজেলা প্রশাসন এই অ্যাপসের প্রয়োগ ঘটিয়ে মানুষকে সুফল দিচ্ছে । ২০১৬ সাল থেকে "মাই স্কুল " সহ বিভিন্ন উদ্ভাবন করে আসছে উচ্চ মাধ্যমিক পড়ুয়া এই তরুণ ।২০১৭ এবং ২০১৮ সালে জাতীয় শিশু পুরুস্কার প্রতিযোগিতায় #সারা দেশে টানা দুইবার প্রথম হয়ে গোল্ড মেডেল অজর্ন করে আল আমিন।
স্নেহের ছোট ভাই আল আমিনের সময়োপযোগী উদ্ভাবনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
আমাদের কালিহাতীর অভিভাবক, মাননীয় সাংসদ, জননেতা আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী ভাইয়ের সার্বিক সহযোগিতায় আল আমিনের উদ্ভাবন টি আজ কালিহাতী সহ সারা টাংগাইলে সুফল এনেছে।
মাননীয় সাংসদ সোহেল হাজারী ভাইয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি দেশের ক্লান্তিকালে আল আমিনের সময়োপযোগী এই চমৎকার উদ্ভাবন টির জন্য এবং দেশের উন্নয়নে কাজ করার জন্য পুরষ্কার হিসেবে আল আমিনকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে সার্বিক সহযোগিতার ব্যবস্থা করা হোক
এটা কালিহাতী বাসীর প্রানের দাবী
কালিহাতীর সকল শ্রেনীর মানুষের মতামত আশা করছি।
এমন মেধাবী রত্নদের যত্ন না করলে
আমরা বার বার এমন আল আমিন কে পাবোনা।
আমার বিশ্বাস এই খবর টি আপনাদের সকলের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌছে যাবে ইনশাআল্লাহ।
স্টাফ রিপোর্টার ( সাগর প্রামানিক )