ফুলবাড়ীরতে মারপিটের প্রকৃত ঘটনার ব্যাখ্যা দিতে সাবেক ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন।

 প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ০৯:৪২ অপরাহ্ন   |   বিনোদন


ফুলবাড়ী-পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ


ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির দক্ষিণ বাসুদেবপুর নয়াপাড়া গ্রামে পূর্ব শক্রুতার জের ধরে দু’পক্ষের মারপিটের ঘটনার প্রকৃত ব্যাখ্যা দিতে ২৬ এপ্রিল রবিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ মন্ডল। সংবাদ সম্মেলন আব্দুল মজিদ মন্ডল বলেন আমি একজন সাবেক ইউপি চেয়ারম্যান আমার বয়স প্রায় ৭৬ বছর আমি শারীরিক ভাবেও অসুস্থ ২০এপ্রিল মারামারির ঐ ঘটনা স্থলে আমি উপস্থিত ছিলাম না। কিন্তু প্রতিপক্ষেরা হয়রানি ও সন্মান হানি করার উদ্দেশ্যে আমাকে মামলার আসামি করেন। আমি এই ঘটনার তদন্ত সাপেক্ষে সঠিক বিচার কামনা করছি। আব্দুল মজিদ মন্ডল এর পুত্র মোঃ রুবেল মন্ডল (৩২) এর গত ২৪/০৪/২০২০ ইং তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত ইজাহার সূত্রে জানা যায়, একই গ্রামের মোঃ অহিদুল মন্ডল এর পুত্র মোঃ আলমগীর হোসেন (৩৫), মৃত আলীম উদ্দিন মন্ডলের পুত্র মোঃ মঞ্জিল মোরশেদ (৪৫), মোঃ খোরশেদ আলম লালু (৫০), মোঃ অহিদুল মন্ডল (৫৪), মৃত শহিদুল ইসলামের পুত্র মোঃ সাজ্জাদ কবির তানজিল (২৭), মোঃ শাহানুর কবির (৩৫), মোঃ খোরশেদ আলম লালু’র পুত্র মোঃ শাকিল আহমেদ (২৫), মোঃ আসাদুল হকের পুত্র মোঃ রাসেল (৩৩), আতিকুল ইসলাম (৩০) আপেল (২৭), মৃত- আশরাফ উদ্দিনের পুত্র মোঃ আসাদুল হক (৫৪) গংরা দলবদ্ধ হয়ে পূর্ব শত্রুতার জের ধরে গত ২০/০৪/২০২০ ইং তারিখে বিকেল ৫টায় লাঠিসোটা, রড, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উল্লেখ্য ব্যক্তিরা মামলার বাদি মোঃ রুবেল মন্ডলের খুলিতে আসিয়া তার স্ত্রী মোছাঃ ফেরদৌসি বেগম ও তার ভাবি মোছাঃ রাবেয়া বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সে সময়ে রুবেল  মন্ডল ও তার বড় ভাই মাসুদ রানা, ছোট ভাই জুয়েল রানা, এবং ইব্রাহিম সহ পরিবারের লোকজন প্রতিবাদ করিলে আসামিগণ তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে।এক পর্যায়ে উল্লেখ্য ব্যক্তিরা অতর্কিত হামলা শুরু করে। হামলার এক পর্যায়ে উভয় পক্ষের বেশ কয়েকজন হতাহত হন। এতে রুবেল মন্ডল ও ইব্রাহিম গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন ঐ সময় তাদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। পরবর্তীতে তাদের

 উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । এই ঘটনায় রুবেল মন্ডল বাদি হয়ে ১১ জনকে আসামি করে ফুলবাড়ী থানায় গত ২৪/০৪/২০২০ ইং তারিখে একটি মামলা করেন। যাহার মামলা নং-১৬, ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৫০৬(২)/১১৪/৩৪ দন্ড বিধি। ঘটনার ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সেদিনের সংঘর্ষের খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ দূত ঘটনাস্থলে পৌঁছায়,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মাসুদ রানাকে থানায় নিয়ে আসা হয়। থানায় আসার পর মাসুদ রানা গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে দিনাজপুর পুলিশ সুপার মহোদয়ের অনুমতি স্বাপেক্ষে তাকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।এই ঘটনার ব্যাপারে ফুুলবাড়ী থান পুলিশের কোনো রকম গাফলাতি ছিলোনা। আমরা উভয় পক্ষের মামলা গ্রহণ করেছি।

বিনোদন এর আরও খবর: