চট্টগ্রাম জেলা সন্দ্বীপ নৌ-বাহিনীর ত্রাণ বিতরণ।

পুষ্পেন্দু সজুমদার,
সন্দ্বীপ প্রতিনিধি ঃ
সন্দ্বীপে কোভিড ১৯ এর প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে মানবিক কাজের অংশ হিসেবে ত্রান বিতরন শুরু করেছে।
আজ উত্তর সন্দ্বীপ কন্টিনজেন্ট কমান্ডার লেফটেনেন্ড কমান্ডার কে এ নাবিল এর নেতৃত্বে গোয়েন্দা শাখার পেটি অফিসার সুমন আলম সহ একদল চৌকস সদ্যসবুৃন্দ। গাছুয়া,সন্তোষপুর,আমানউল্ল্যা,কালাপানিয়া এলাকায় ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এই ত্রান বিতরন করছে সরাসরি লকডাউন পরিস্থিতিতে সিভিল প্রশাসনকে সহযোগিতা করতে আসা বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ টিম।
বৈরি ঝড়ো আবহাওয়াকে উপেক্ষা করে রাস্তায় উপস্থিত স্বল্প আয়ের মানুষের মাঝে এবং বাড়িতে বাড়িতে গিয়ে তাৎক্ষনিক তাদের ত্রাণ পৌঁছে দেওয়ায় অবাক হচ্ছে খাদ্যাভাবে পড়া মানুষ গুলো। এ সময় লেফটেনেন্ড কমান্ডার নাবিল জানান কোভিড-১৯ বা করোনা ভাইরাস প্রাদুর্ভাব রোধে বাংলাদেশ নৌবাহিনী মার্চ মাস থেকে সিভিল প্রশাসনকে সহায়তা করে আসছে।
পাশাপাশি লোকজনকে সচেতন করা, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে নিরলস ভাবে সন্দ্বীপে কাজ করে যাচ্ছেন তারা। তিনি আরো জানান ত্রান বিতরণ নৌবাহিনীর মানবিক কাজের একটি অংশ। এছাড়াও সন্দ্বীপকে করোনা মুক্ত রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা, বাড়িতে অবস্থান করা ও সামাজিক দূরত্ব মেনে চলতেও অনুরোধ জানান তিনি। সুশীল সমাজের প্রতিনিধিদের নৌ-বাহিনীর এভাবে ত্রান বিতরনকে বিতর্কহীন ও সঠিক জায়গায় ত্রান বিতরন করছে বলে মন্তব্য করতে শুনা যায়।
ত্রান বিতরনের শেষ পর্যায়ে কালাপানিয়া ইউনিয়য়ের চেয়ারম্যান আলিমুর রেজা টিটু সাথে এক সৌজন্য সাক্ষাত হয়।সাক্ষাত এক পর্যায়ে লেপটেন্যান্ট কমান্ডার কে এন নাবিল চেয়ারম্যান সাহেবের কাছে জানতে চান আপনার এলাকায় কোন সম্যসা আছে কিনা,লোকজন আপনাদের কথা শুনছে কিনা।।আপনার এলাকায় অনেক দোকানপাট খোলা।এই বিষয়ে আপনারা কোন পদক্ষেপ আছে।
চেয়ারম্যান আলিমুর রেজা টিটু বলেন,আমি আমার সাধ্যমত জনগনকে সচেতন করতে চেষ্টা করে যাচ্ছি।।তার পর দুই এক জায়গায় বিচ্ছিন কিছু ঘটনা ঘটে যাচ্ছে।কিছু সময় আলাপের পর নৌবাহিনী অফিসার বলেন, আপনার এলাকায় কোন সম্যসা হলে আমার সাথে যোগাযোগ করবেন।।সবাইকে সচেতন থাকার জন্য বলেছেন।ঘরে থাকুন, সুস্হ থাকুন।