একজন প্রসূতি মায়ের জীবন বাচালেন র্যাব কমান্ডার সামিম আনোয়ার

স্টাফ রির্পোটার, মুস্তাফিজ খন্দকারঃ
রাত আনুমানিক ১১ঃ৩০ মিনিট। একজন হিন্দু মায়ের প্রসব বেদনা হয়। এই সংকট ময় সময়ে পরিবারের সদস্য দিশেহারা। ফোন আসে শ্রীমঙ্গল র্যাব ক্যাম্পের কমান্ডার সামিম আনোয়ার এর কাছে। তখন তিনি রাত্রিকালীন টহল ডিউটিতে ছিলেন । ফোন পেয়ে সেখানে পৌঁছে দেখলেন প্রসূতি মা-টি খুব সঙ্কটময় পরিস্থিতিতে আছেন। ব্লিডিং হচ্ছে, প্রসব বেদনাও প্রচণ্ড, কিন্তু বাচ্চা প্রসব হচ্ছে না। গাড়িতে তুলে দ্রুত হাসপাতালে নিয়ে যান। নিচতলা থেকে কোলে করে তিন তলার প্রসূতি ওয়ার্ড পর্যন্ত নিতে নিতে পুরো ইউনিফর্ম প্রসব বেদনার রক্তে ভিজে গিয়েছিলো যদিও, তবুও তিনি খুশি ছিলেন । তিনি একটি না দুটি জীবন বাচিয়েছেন। এর আগে তিনি অনেক মানবিক কাজ করেছেন। নিজে মাথায় করে পাহাড়ি রাস্তা দিয়ে হেটে বাড়ি বাড়ি চাল, ডাল দয়ি আসছেন। গত ২৫ তারিখ এ এক সিএনজি চালক কে তার বাড়ির মালিক বাড়ি থেকে বের করে দেন। এই কমান্ডার তাদের সেই বাড়িটা বাড়িটা ফিরিয়ে দিয়েছিলে।