এবার এগিয়ে এলো শার্শার বাগআঁচড়া জোহরা মেডিকেল অসহায়, দূস্থ কর্মহীনদের খাদ্য সামগ্রী বিতরণ।

মনা বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল জোহরা মেডিকেলের পক্ষে থেকে অসহায় গরীব দুঃস্থ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
দেশের এই মহা সংকটময় সময়ে মানুষকে যেমন সেবা দিয়ে যাচ্ছে তেমনি মানুষের কষ্ট দেখে পাশে এসে দাঁড়িয়েছেন জোহরা মেডিকেল সেন্টারের পরিচালক ডাক্তার হাবিবুর রহমান(হাবিব) ও তার সহধর্মিণী ডাক্তার নাজমুন্নাহার রানী।
বুধবার বিকালে বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের উপস্থিতিতে নিরাপদ দূরত্ব বজাই রেখেই এ খাদ্য সামগ্রী বিতারণ করা হয়।
গরীব হত দরিদ্র কর্মহীন ১০০শত পরিবারের মাঝে ৫ কেজি চাউল ২ কেজি আলু ১ কেজি ডাল ও ১ কেজি করে গরুর মাংস প্রদান করা হয়।
পাশাপাশি চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল উপস্থিত সকলের উদ্দ্যোশে বলেন,সরকারি নির্দেশাবলী মেনে চলুন এবং অতি জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না।আপনাদের এসব খাদ্য সামগ্রী এজন্যই দেওয়া হচ্ছে যাতে আপনারা ঘর থেকে বের না হন।সুতরাং আপনারা নিরাপদে থাকুন এবং পরিবারকে নিরাপদে রাখুন।