ফুলবাড়ীর এক মাত্র করোনা যোদ্ধা এনামুল হক এখন সুস্থ।

বাদশা আলী, দিনাজপর(ফুলবাড়ী-পার্বতীপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের মধ্যমপাড়া গ্রামের মোঃ তোফাজ্জল হোসেন এর ছেলে মোঃ এনামুল হক (৩০)গত ৭এপ্রিল নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়ীতে আসেন।১২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ১৪ এপ্রিল রিপোর্টে তার করোনা পজেটিভ সনাক্ত হলে স্থানীয় প্রশাসন তাকে তর বাড়িতে আইসোলেশনে রাখেন, এবং তার বাড়িসহ ঐ এলাকাকে লকডাউন ঘোষণা করেন। প্রশাসনের নির্দেশ এবং স্বাস্থ্যকর্মীদের পরামর্শ মেনে চলায় ২১ দিনের মাথায় এনামুল হককে পূর্ণ সুস্থ ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কতৃপক্ষ।৫ মে রাত ৯ টায় তার বাড়িতে উপস্থিত হন ফুলবাড়ী উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব আব্দুস সালাম চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় দিনাজপুর জেলা সিভিল সার্জন মহোদয়ের নির্দেশে ডাক্তার হাসানুল হোসেন এর স্বাক্ষরিত সুস্থতার একটি ছাড়পত্র এনামুল হককে বুঝিয়ে দেয়া হয়। এনামুল হক জানান আমি অসুস্থ হওয়ার পর থেকেই দিনাজপুর ৫ আসনের মাটি ও মানুষের নেতা এ্যডভোকেট মোস্তাফিজার রহমান ফিজার এমপি মহোদয় সবসময় আমার খোঁজ খবর নিতেন, এবং বিভিন্ন ভাবে তিনি আমাকে সহায়তাও পাঠিয়েছেন, আমি তিনাকে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাই। এনামুল হক আরো জানান ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আতাউর রহমান মিল্টন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুল সালাম চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম,ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ,চিন্তামন বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ জনাব মোঃ মাসুদুর রহমান মাসুদ, পুকুরে কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম,খয়ের বাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ এনামুল হক, স্থানীয় ইউপি সদস্য পাতিয়ার রহমানসহ এলাকার সকলেই আমার খোঁজ খবর রাখতেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান এনামুল হক আক্রান্ত হওয়ার পর থেকেই আমরা সবসময় তার খোঁজখবর রাখতাম এবং এলাকায় লকডাউন এর ব্যাপারেও আমরা তৎপর ছিলাম। এনামুল হক এর সুস্থতার বিষয়ে ডা: হাসানুল হোসেন এর সাথে কথা হলে তিনি জানান এনামুল হক আমাদের নির্দেশনা সঠিক ভাবে মেনে চলায় দ্রুত সুস্থ হয়ে উঠেছে বলে আমি মনে করি সে অত্যন্ত ভালো ছেলে। এদিকে এনামুল হক সুস্থ হওয়ায় এলাকাবাসী আনন্দিত এবং দুশ্চিন্তামুক্ত হয়েছেন ফুলবাড়ী বাসী। আপাতত ফুলবাড়ী করোনা মুক্ত।