ফুলগাজীতে ১জনের করোনা শনাক্ত, আক্রান্তের বাড়ীসহ আশপাশের এলাকা লকডাউন।

 প্রকাশ: ০৭ মে ২০২০, ০১:১৮ পূর্বাহ্ন   |   বিনোদন


মোঃ কায়সার হামিদ, ফেনী জেলা প্রতিনিধিঃ 



ফেনীর ফুলগাজীতে ১ নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে তিনিসহ ফেনীতে  নতুন করে আরো দুজনের শরীরেই করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফেনীতে মোট আক্রান্তের সংখ্যা ৬ জন।



ফেনী সিভিল সার্জন ও ফুলগাজী স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ফুলগাজীর দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বররইয়া গ্রামে একটি হিন্দু পরিবারের একজন মেয়ের শরীরে করোনা ভাইরাসের শনাক্ত হয়েছে।



 


অন্যদিকে চট্টগ্রামের মিরসরাইয়ের একজন বাসিন্দা ফেনীতে তার দাদার বাড়িতে থাকাকালীন তার শরীরে করোনা শনাক্ত হয়। এই নিয়ে ফেনীতে মোট ৬ জনের শরীরে করোনা শনাক্ত হলেও দুজন আজকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরাও সুস্থ আছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন অফিস।



ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হক সোহেল জানান, গত ২৯ এপ্রিল ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা সংগ্রহ করা হয়। আজ ওই মেয়েটির করোনা পজেটিভ ফলাফল পাওয়া যায়। ইতিমধ্যে প্রশাসন ওই বাড়িটি লকডাউন করার কাজ করছে। আগামীকাল ওই পরিবারের অন্যান্য সদস্যের নমুনা সংগ্রহ করা হবে।


 


তিনি আরো জানান, মেয়েটি এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং তিনি বাড়িতেই চিকিৎসা নিবেন। তার বাড়িতে নিরাপত্তায় রেখে সকল ধরনের স্বাস্থ্য সেবা দিবেন তারা।

বিনোদন এর আরও খবর: