নাটোর জেলায় ২০ মে থেকে আম ও ২১ মে থেকে লিচু গাছ থেকে নামানোর দিন নির্ধারণ করেছে জেলা প্রশাসন।

 প্রকাশ: ০৭ মে ২০২০, ১১:২১ অপরাহ্ন   |   বিনোদন


 মে থেকে লিচু গাছ থেকে নামানোর দিন নির্ধারণ করেছে জেলা প্রশাসনl

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি বিভাগ ও আম ব্যবসায়ীদের সাথে এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত দেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।জেলায় গোপাল ভোগ জাতের আম গাছ থেকে নামানো শুরু হবে ২০ মে ।আর সর্বশেষ গাছ থেকে গৌরমতি জাতের আম নামানো শুরু হবে ১৫ আগস্ট।  এছাড়া খিরসাপাত ২৮মে, ল্যাংড়া ০৬জুন, লক্ষণ ভোগ ১জুন, ফজলি ৩০জুন এবং আমরুপালি ৩০জুন।


চলতি বছর নাটোর জেলায় ৫ হাজার ৫১৯ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। আর আম উৎপাদন হবে ৭৭ হাজার ৩০৫ মেট্রিক টন।


অপরদিকে চায়না-৩জাতের লিচু নামানো শুরু হবে ২১ মে থেকে।চলতি বছর নাটোর জেলা ৯৫৩ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে।আর উৎপাদর হবে ৮হাজার ৩০৭ মেট্রিক টন লিচু।

বিনোদন এর আরও খবর: