সচেতনাতায় নৌ-বাহিনী সন্দ্বীপ মনিটরিং।

সচেতনাতায় নৌ-বাহিনী সন্দ্বীপ মনিটরিং
পুষ্পেন্দু সজুমদার
সন্দ্বীপ প্রতিনিধি ঃ
লেঃ এ জেড এম নাসিমুল ইসলাম, বিএন এর নেতৃত্বে গোয়েন্দা শাখার পেটি অফিসার এম আহসান উল্যাহ,সহ একদল চৌকস সদ্যসবুৃন্দ। বক্তারহাট,এরশাদ মার্কেট,হক সাহেবের বাজার, মুন্সিরজাট,আকবরহাট,ঘাটমাঝির হাট বাজার মনিটরিং।
নৌবাহিনী লেঃ এ জেড এম নাসিমুল ইসলাম বাজার পরিদর্শনে বলেন
★★ একসাথে একাধিক ব্যক্তি জমায়েত না হওয়ার জন্য বিভিন্ন বাজার সমূহে মাইকিং করা হয়েছে।
★★ নিজ গৃহে অবস্হানরত প্রত্যেককে সাবান দ্বারা ঘনঘন হাত ধৌত করার জন্য বলা হয়েছে।
★★বিশেষ প্রয়োজনে বাড়ী হতে বাহির হলে অবশ্যই মাস্ক এবং সম্ভব হলে হ্যান্ড গ্লোভস ব্যবহারের জন্য বলা হয়েছে।
★★ মুদির দোকান, কাঁচা বাজার বিকাল ৫ ঘটিকা পর্যন্ত এবং ঔষধের দোকান সার্বক্ষনিক খোলা রাখতে বলা হয়েছে। অন্য সকল প্রকার দোকান বন্ধ রাখতে বলা হয়েছে।
★★ সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ প্রদান করা হয়েছে।
★★সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে।
★★ এই করোনাভাইরাস প্রতিরোধকল্পে সচেতনার পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
★★ লোকজনকে খেলার মাঠ এবং লোক সমাগম বেশী হয় এমন স্থান পরিহার করতে পরামর্শ দেওয়া হয়।
★★ সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে কঠোর ভাবে হুশিয়ারি প্রদান করা হয়।
★★ বাহিরে অযথা ঘুরে বেড়ানো ব্যক্তিদের বাড়ীতে ফিরে যেতে কঠোরভাবে হুশিয়ারি করা হয়।
★★ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী স্তিতিশীল রাখতে বলা হয়েছে।
★★ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী প্রদান করা হয়।
ঘরে থাকুন, সুস্হ থাকুন।