প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৪০ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ।

 প্রকাশ: ১৭ মে ২০২০, ০৬:১৯ অপরাহ্ন   |   বিনোদন


সলঙ্গা ( সিরাজগন্জ)  থানা প্রতিনিধি :

আজ রবিবার (১৭ মে) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী,দেশরত্ন শেখ হাসিনার ৪০ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস । ১৯৭৫ সালের ১৫ আগস্ট  শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয় । বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় বেঁচে যান । স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করে বাঙালি জাতির অস্তিত্বকে বিপন্ন করতে নানামুখী ষড়যন্ত্র শুরু করে ঘাতকগোষ্ঠী। দীর্ঘ ৬ বছর নির্বাসিত থেকে ১৯৮১ সালের ১৭ মে তিনি বাংলাদেশে ফেরেন। ঐ দিন তাকে বহনকারী উড়োজাহাজটি বিকালে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে কলকাতা হয়ে ঢাকায় নামলে বিমানবন্দরে লাখো মানুষ তাকে স্বাগত জানান। ১৯৮১ সালের ১৭ মে ঝড়-বাদল আর জনতার আনন্দ শ্রোতে শেরে বাংলা নগরে লাখ লাখ জনতার সংবর্ধনার জবাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছিলেন, ‘‘সব হারিয়ে আমি আপনাদের মাঝে এসেছি, বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তাঁর আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতার হত্যার প্রতিশোধ গ্রহণে আমি জীবন উৎসর্গ করতে চাই।‘আমার আর হারাবার কিছুই নেই। পিতা-মাতা, ভাই রাসেল সকলকে হারিয়ে আমি আপনাদের কাছে এসেছি, আমি আপনাদের মাঝেই তাদেরকে ফিরে পেতে চাই। আপনাদের নিয়েই আমি বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তা বাস্তবায়ন করে বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চাই, বাঙালি জাতির আর্থ-সামাজিক তথা সার্বিক মুক্তি ছিনিয়ে আনতে চাই।তিনি আরও বলেছিলেন, ‘জীবনে ঝুঁকি নিতেই হয়, মৃত্যুকে ভয় করলে জীবন মহত্ব থেকে বঞ্চিত হয়। দিনটি উপলক্ষে প্রতিবছর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কিন্তু এ বছর প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে সব ধরনের জনসমাগমপূর্ণ রাজনৈতিক কর্মসূচী পরিহার করেছে আওয়ামী লীগ।দেশের এই সংকটময় মুহুর্তে অভাবী,কর্মহীন,হতদরিদ্র মানুষদের সহায়তায় সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন, এনজিও সংস্থা সহ বিত্তবানদের এগিয়ে আসার  আহবান জানিয়েছেন সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব রায়হান গফুর। তিনি আরও বলেন, জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের না হয়ে  স্বাস্থ্যবিধি মেনে চলুন।সলঙ্গাবাসীকে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুস্থ্য ও দীর্ঘ জীবন কামনায় প্রার্থনা করার আহ্বান সহ করোনা প্রতিরোধে মহান আল্লাহ'র অশেষ রহমত কামনা করেন।

বিনোদন এর আরও খবর: