করোনার শুরু দিন থেকে বিভিন্নভাবে ত্রাণ সামগ্রী বিতরণের পরে এখন লাশ দাফনের ঘোষণা।

স্টাফ রিপোর্টার, আউয়াল ফকিরঃ
মানবতার ফেরিওয়ালা গোলাম রাব্বানী এবার মৃত ব্যক্তিদের পাশে।
এ বিষয়ে তিনি বলেন,এই দুর্যোগকালীন সময়ে প্রায়শই দেখছি, করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গেলে মৃত ব্যক্তির জানাজা ও দাফন সম্পন্ন নিয়ে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে।
আত্মীয় পাড়াপ্রতিবেশি দূরে থাক, অনেক ক্ষেত্রে পরিবারের একদম আপনজনও আক্রান্ত হবার ভয়ে মৃত ব্যক্তির সংস্পর্শে আসছেন না।
এমন পরিস্থিতি উদ্ভব হলে বা কেউ এমন কোন মৃত্যু ব্যাক্তির খবর পেলে নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ (ফোন কল, এসএমএস/ ইনবক্স) করবেন। ঢাকার মধ্যে হলে আমি সশরীর উপস্থিত হয়ে জানাজা ও দাফন সম্পন্ন করার ব্যবস্থা করবো, আর ঢাকার বাইরে হলে সব কার্যক্রম সম্পন্ন করার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ।
মৃত ব্যক্তি যেকোনো ধর্মের হোক, তার নিজস্ব ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।