গোপালগঞ্জ কাশিয়ানীতে একজন করোনা রোগীর ঢাকা থেকে আসায় টেস্টে করলেন কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রিপোর্ট হলো পজিটিভ।

 প্রকাশ: ২২ মে ২০২০, ০৬:৪৭ অপরাহ্ন   |   বিনোদন


গোপালগঞ্জ কাশিয়ানী স্টাফ রিপোর্টার, মোঃ ইব্রাহিম মোল্লাঃ

একজন করোনা রোগীর গল্প:-মোঃসাব্বির আহমেদ, ইউএনও কাশিয়ানীঃ তিনি ঢাকা থেকে আসলেন, এলাকায় সময় দিলেন। তারপর ঢাকায় গেলেন এবং কিছুদিন পর আবার এলাকায় ফিরলেন। অত:পর করোনা টেস্টের জন্য স্যাম্পল দিলেন। আজ রেজাল্ট পেয়ে তার ঠিকানা খুঁজতে যেয়ে প্রশাসনের গলদঘর্ম অবস্থা। অবশেষে বাড়ি খুঁজে পাওয়া গেলেও তাকে প্রথমে পাওয়া গেলোনা । কিছুক্ষণ পর তিনি অাসলেন। জানা গেল তিনি তাসের অাড্ডায় ছিলেন। অত:পর ১০ বাড়ি লগডাউন।

স্থান:- পোনা কাদিরপাড়া, কাশিয়ানী। গোপালগঞ্জ

আপনাদের ভালো রাখতে অামরা ছুটছি প্রতিনিয়ত। কিন্তু কিছু মানুষের খামখেয়ালিপানা আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে বাধাগ্রস্থ করছে। তাই সময়ের প্রয়োজনেই নিজেকে ঘরে থাকুন, নিরাপদে রাখুন

বিনোদন এর আরও খবর: