গোপালগঞ্জ কাশিয়ানীতে একজন করোনা রোগীর ঢাকা থেকে আসায় টেস্টে করলেন কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রিপোর্ট হলো পজিটিভ।

গোপালগঞ্জ কাশিয়ানী স্টাফ রিপোর্টার, মোঃ ইব্রাহিম মোল্লাঃ
একজন করোনা রোগীর গল্প:-মোঃসাব্বির আহমেদ, ইউএনও কাশিয়ানীঃ তিনি ঢাকা থেকে আসলেন, এলাকায় সময় দিলেন। তারপর ঢাকায় গেলেন এবং কিছুদিন পর আবার এলাকায় ফিরলেন। অত:পর করোনা টেস্টের জন্য স্যাম্পল দিলেন। আজ রেজাল্ট পেয়ে তার ঠিকানা খুঁজতে যেয়ে প্রশাসনের গলদঘর্ম অবস্থা। অবশেষে বাড়ি খুঁজে পাওয়া গেলেও তাকে প্রথমে পাওয়া গেলোনা । কিছুক্ষণ পর তিনি অাসলেন। জানা গেল তিনি তাসের অাড্ডায় ছিলেন। অত:পর ১০ বাড়ি লগডাউন।
স্থান:- পোনা কাদিরপাড়া, কাশিয়ানী। গোপালগঞ্জ
আপনাদের ভালো রাখতে অামরা ছুটছি প্রতিনিয়ত। কিন্তু কিছু মানুষের খামখেয়ালিপানা আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে বাধাগ্রস্থ করছে। তাই সময়ের প্রয়োজনেই নিজেকে ঘরে থাকুন, নিরাপদে রাখুন