কাশিয়ানীতে ৪৫০ অসহায় পরিবারের মাঝে যাকাতের কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ।

 প্রকাশ: ২২ মে ২০২০, ১১:২৪ অপরাহ্ন   |   বিনোদন


গোপালগঞ্জ কাশিয়ানী স্টাফ রিপোর্টার, মোঃ ইব্রাহিম মোল্লাঃ

গোপালগঞ্জ কাশিয়ানীতে ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে 

কাশিয়ানী ও পিঙ্গলিয়া গ্রামের করোনা ভাইরাস  পরিস্থিতি মোকাবেলায় ঘর বন্দী দুস্থ অসহায় ৪৫০ পরিবারের মাঝে যাকাতের কাপড় ও খাদ্য সামগ্রী (ঈদ উপহার) বিতরণ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম ঢাকা মহানগরের সভাপতি মোল্লা খালিদ হোসেন লেবু।

২২ মে শুক্রবার সকাল সাড়ে দশটায় কাশিয়ানী নিজবাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে এ বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন তার মাতা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোসাঃ মঞ্জুয়ারা বেগম।

এসময় উপস্থিত ছিলেন কাশিয়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মৃত আমজেদ হোসেনের সহধর্মিণী নাহিদা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনীর পরে বাকি পরিবারদের বাড়িতে বাড়িতে যাকাতের শাড়ি, লুঙ্গি ও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।ঈদ উপহার খাদ্য সামগ্রী মধ্যে ছিল (পরিবার প্রতি) ৫ কেজি মিনিকেট চাল, ১ কেজি পোলাওয়ের চাল, আধা কেজি ডাল, ১টি করে মুরগি, নগদ অর্থ ১০০/টাকা ও একটি করে শাড়ি/লুঙ্গি।

মোল্লা খালিদ হোসেন লেবু বলেন,মানোনীয়ো প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে, গোপালগঞ্জ-১ আসন এর সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমার প্রিয় নেতা মুহাম্মদ ফারুক খান (এমপি)র নির্দেশে, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশ মেনে ঘরবন্দী অসহায় দরিদ্র মানুষের মাঝে পাঁচ ধাপে এ পর্যন্ত প্রায় দু'হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা করেছি। 

 তিনি আরো বলেন, এই করোনা পরিস্থিতি যতদিন থাকবে  ততদিন পর্যন্ত আমাদের পরিবারের পক্ষ থেকে এ খাদ্য সহায়তা চলমান থাকবে।

বিনোদন এর আরও খবর: