বুড়িচংয়ের বাকশীমুলে ঈদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন করেন মোঃমফিজুল ইসলাম।

 প্রকাশ: ২৩ মে ২০২০, ১২:০১ পূর্বাহ্ন   |   বিনোদন


মারুফ হোসেন-বুড়িচং(কুমিল্লা)সংবাদদাতাঃ       

কুমিল্লার বুড়িচং উপজেলার  বাকশীমুল ইউনিয়নের বাকশীমুল গ্রামে পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরন করেন বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী  ও সত্বাধিকারী ' ইসলাম কমপ্লেক্স ' হাজী মোঃ মফিজুল ইসলাম। 


উল্লেখযোগ্য যে  করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতে  গত ২৬ শে মার্চ বাকশীমুল ইউনিয়ন জুড়ে প্রায় ২৫০০ মাস্ক ও করোনা সচেতনতা লিফলেট ২১শে এপ্রিল প্রায় ৫০০ পরিবারকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরন করেন তিনি।


অন্যদের মতো করে  থেমে থাকেনি তাঁর এ আর্থিক  সহযোগিতা মুলক কাজ। তিনি ২২শে মে শুক্রবার বাকশীমুল গ্রামে অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরন করেন। ৩ নং ও ৪ নং ওয়ার্ডে প্রায় ৮০-৯০ হত দরিদ্র মানুষকে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরন করেন। তিনি বলেন এ ধরনের সেবা মুলক কাজ সবসময়ই অব্যাহত থাকব।               

             

নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরন করার সময় আরও সার্বিকভাবে উপস্থিত থেকে সহায়তা করেন বাকশীমুল গ্রামের  ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ মোসলেম উদ্দিন ৪ নং ওয়ার্ড মেম্বার মোঃ মাহবুবুর রহমান, মহিলা মেম্বার মোসাঃ শিল্পী আক্তার, মোঃ আব্দুর রশিদ, আল হেলাল( ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি) এলাকার অনেক মান্য গন্য ব্যাক্তি বর্গ।

বিনোদন এর আরও খবর: