রক্তিম ব্লাড ডোনার সোসাইটির এডমিন পুষ্পেন্দু মজুমদার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা।

 প্রকাশ: ২৪ মে ২০২০, ০১:৩৩ অপরাহ্ন   |   বিনোদন


স্টাফ রির্পোটার, রফিকুল ইসলামঃ


 রক্তিম ব্লাড ডোনার সোসাইটির প্রতিষ্ঠাতা এডমিন পুষ্পেন্দু মজুমদার  আসন্ন ঈদ’উল ফিতরের ঈদ উপলক্ষে জাতি ধর্ম বর্ন নির্বিশেষে  সকল স্তরের মানুষকে জানাই  আগ্রিম ঈদ শুভেচ্ছা।



দেশে  মহামারী করোনা শুরুর পর থেকে  একজন সম্মুখ যোদ্ধা হিসেবে নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছেন তিনি ।নিজের পরিবারের চেয়ে ও বেশী খোজ রাখার চেষ্টা করছেন  অসহায় মানুষ গুলোর। রাত দিন ছুটেই চলছেন ব্লাড ম্যানেজ করে ডোনার নিয়ে হাসপাতালে।


ঈদ শুভেচ্ছা জানানোর কালে তিনি প্রতিবেদককে   বলেন,ধর্ম যার যার উৎসব সবার।বিশ্ব মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব মাহে রমজান।একটি মাস সিয়াম সাধনার পর খুশির এই ঈদ আসে। 


তাই সকল সংস্কার,বিবেধ ভুলে মানবতার লক্ষে এক হয়ে আসন্ন ঈদের আনন্দ সবাইকে সমান ভাবে উপভোগ করার আহবান জানান তিনি।তবে মহামারী করোনার বিষয়টি বিবেচনা করে এবং সামাজিক দুরত্ব নিশ্চিত করে যথাসম্ভব নিজ বাড়িতেই  এবারের ঈদ আনন্দ উপভোগ  করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।


তিনি আরো বলেন,রমজানে একমাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষের আত্মশুদ্ধি হয়।মুসলমানদের পাশাপাশি  রমজানে সকল ধর্মের মানুষের মনে  আত্মশুদ্ধি আসে। রোজাদার ব্যক্তিদেরকে  ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই সম্মান করে। 


করোনায় নিজের নিরাপত্তা ও পরিবারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,মন চায় পরিবারকে নিয়ে নিরাপদে থাকতে। করোনা সংকটে রক্তিম ব্লাড ডোনার সোসাইটি  অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে ঘরে থাকা হয় না।


সবশেষে তিনি  বলেন,পবিত্র ঈদ  সকলের পরিবারে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ-সমৃদ্ধি।বিশেষ করে তিনি প্রত্যাশা করেন মহামারী করোনা  থেকে দেশের মানুষকে রক্ষা করতে রমজানে রোজাদারদের প্রার্থনা যেন মহান সৃষ্টি কর্তা কবুল   করেন।সকল ধর্মের মানুষের মাঝে ফিরে আসুক পূর্বের ন্যায় স্বাভাবিক জীবন যাপন।মুছে যাক  করোনার সব গ্লানি।সুস্থ হয়ে বেচেঁ থাকুক পৃথিবীর মানুষ।


সবশেষে তিনি সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

বিনোদন এর আরও খবর: