আলোচিত বার্তার পক্ষ থেকে একজন রফিকুল ইসলাম এর প্রতি রইলো মানবিক শুভেচ্ছা।

প্রতিবেদক-হৃদয় হোসেন রত্নঃ
মানবিক গুণাবলী সম্পন্ন মোঃ রফিকুল ইসলাম মানুষটি ১৯৮৮ সালের এই দিনে ২৬ শে মে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকে সমাজের প্রতি তার অগাধ আগ্রহ ।২০০৩ সালে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পাস করে শিক্ষাজীবনের ইতি ঘটিয়েছেন প্রাণী বিজ্ঞানের
স্নাতকোত্তর করে । নানাবিধ প্রতিভার এই ব্যক্তি ব্যক্তিগত ভাবে একজন সাহিত্যপ্রেমী সচেতন সমাজ সেবক।
তার সম্মিলিত প্রচেষ্টার ফলে গড়ে উঠেছেন স্বপ্নসারথি ফাউন্ডেশন নামে মুকসুদপুরের একটি বেসরকারি সামাজিক সংগঠন।
যে সংগঠন সমাজের নানাবিধ সমস্যার সমাধানে সচেতন মূলক কাজ করে আসছে।
পেশা জীবনে তিনি নেসলে বাংলাদেশ লিমিটেড নামে সুইজারল্যান্ডের একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে বেসরকারি চাকরিজীবী। এর বাইরে স্বপ্নসারথী ফাউন্ডেশনের সভাপতি। আলোচিত বার্তা অনলাইন পোর্টালের স্টাফ রিপোর্টার, মুকসুদপুর প্রতিদিন অনলাইন পোর্টালের বাঁশবাড়িয়া ইউনিয়ন প্রতিনিধি সহ নানান স্বেচ্ছাসেবী পেশায় জড়িত।
বাংলা সাহিত্যের প্রতি তার অগাধ টান কবিতা লেখা, গল্প লেখা তার শখ।যেগুলো সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আজ জৈষ্ঠ্যের এই অতি অসাধারণ দিনে মহান সৃষ্টিকর্তা তাকে আমাদের মাঝে পাঠিয়েছিলেন বলে আমরা আমাদের মাঝে এমন একজন সাধারণের মধ্যে অসাধারণ ব্যক্তিকে পেয়েছি।
আলোচিত বার্তা পত্রিকার প্রকাশক আরকান শরীফ ভাইয়েরপক্ষ থেকে রফিকুল ইসলাম ভাইয়ের জন্য শুভকামনা রইল।
তার এসব সামাজিক কর্মকাণ্ডের প্রতি রইল শ্রদ্ধা।
আজকের এই ঘুনে ধরা সমাজে রফিকুল ইসলাম এর মতো ব্যক্তিদের খুব প্রয়োজন।
আবারো তার প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা প্রদর্শন করে শেষ করছি ।