জুয়া খেলার প্রতিবাদ করায় জুয়াড়িদের হামলায় বাড়ি ভাংচুর ও লুটপাট।

রাজশাহী ব্যুরোঃ
গত ২৩ মে রাজশাহীর কাটাখালি পৌরসভার প্যানেল মেয়র ০১ মোঃ খালেক আলীর ভাতিজা (৮ নং) ওয়ার্ড পচ্চিম পাড়া এলাকার যুবলীগ সভাপতি পদ প্রাথী মোঃ শরিফুল ইসলাম এর বাড়ির পিছনে জুয়া খেলার প্রতিবাদ করায় গত ২৩, তারিখ শনিবার রাত সাড়ে ১০ দশটার দিকে জুয়াড়িদের হামলার শিকার হন, শরিফুলসহ তার পরিবারের লোকজন। সংবাদ প্রকাশের জন্য ঘটনা স্থলে জানা যায়, বাড়ির পিছনে একটি বাগানে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলানো হয় ও মাদকের কারবারি চালায় দিনরাত ২৪ ঘন্টা। জুয়া খেলায় বাঁধা দেয়ায় সন্ত্রাসী মোঃ চাঁন, নয়ন মোঃ আরিফুলের নেতৃত্বে আরও ১০/১৫ জন সন্ত্রাসীরা মোঃ শরিফুল ইসলামের বাড়িতে হামলা চালায়। পরে বাড়ির সাথে লাগানো দোকান ঘরে সন্ত্রাসীরা ভারি অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে যেতে থাকে। একপর্যায়ে সন্ত্রাসীরা বাড়ির ভিতরে ঢুকে শরিফুলের বয়স্ক মা (৬৯) মোসাঃ শাহাজাদী বেগমকে মারধর করে এবং গলায় পড়ে থাকা ১২ আনা স্বর্ণের চেন ছিনতাই করে নেয়। যার মূল্য ৩০,০০০ (ত্রিশ-হাজার) টাকা। এসময় বাড়িতে থাকা শরিফুল ইসলামের ভাবি (২১) মোসাঃ ডানা বেগমের গলায় পড়ে থাকা ৪ আনা স্বর্ণের চেন কেড়ে নেয়, যার মূল্য ১০,০০০ (দশহাজার টাকা) বাড়ির আলমারি ডয়েরে থাকা ১,৫০,০০০ (একলক্ষপঞ্চাশ হাজার) টাকা নিয়ে বাড়িতে থাকা আসবাবপত্র ভাঙচুর ও মালামাল লুটপাট চালায় সন্ত্রাসীরা।
হামলাকারীদের কাছে হাতজোড় করেও কোনো লাভ হয়নি শরিফুল ইসলাম এর মা শাহাজাদী বেগমের।
জানতে চাইলে
এ ঘটনায় হামলাকারী (১) মোঃ আরিফুল ইসলাম (২৭) ২নং মোঃ চাঁন (২৬) ৩নং মোঃ নয়নসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে গত ২৩ তারিখ শনিবার রাতেই কাটাখালি থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ জানান অভিযোগের তদন্ত সূত্রে হামলাকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে..