বালিয়াকান্দিতে অগ্নিকাণ্ড -পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি।

 প্রকাশ: ৩১ মে ২০২০, ১২:৩১ পূর্বাহ্ন   |   বিনোদন


প্রতিবেদক, সাইফুল ইসলামঃ


গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ঐতিহ্য বাহী ভাবড়াশুর ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের হাটবাড়িতে আগুনের লেলিহান শিখায় নিরীহ ভালো মানুষ কামরুল মুন্সীর দুটি ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে ।

আগুনের রুদ্র মুর্তিতে লন্ডভন্ড হয়ে যাওয়া কামরুল ইসলাম বলেন : "জীবনে কখনো কারো ক্ষতি করিনি, তারপরও মেনে নিয়েছি কারণ : মহান আল্লাহ তায়ালা রাব্বুল আলামীন যা করেন বান্দার মঙ্গলের জন্যই

করেন" ।

প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীরা জানায় : কামরুল মিয়ার ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।ধারণা করা হচ্ছে, রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন আমরা নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করেছি পাশাপাশি

ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদের সহযোগিতা করেছে ।


আলোচিত বার্তার পক্ষ থেকে ঘটনাস্থলে থাকা ৭ নং ভাবড়াশুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান - " জনাব রিফাতুল আলম মূছা"- এর কাছে জানতে চাইলে তিনি বলেন : এটা একটি মর্মস্পর্শী ঘটনা যেটাতে কামরুজ্জামান মুন্সীর ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, সরকার সহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি ! ধন্যবাদ জানাচ্ছি মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার রাজিব হোসেনকে তার দ্রুত তৎপরতায় 

ক্ষয়ক্ষতির হাত থেকে প্রতিবেশীদের রক্ষা করা সম্ভব হয়েছে" ।

বিনোদন এর আরও খবর: