নাটোরের বড়াইগ্রামে ৩২৫ জনের নমুনা সংগ্রহ আক্রান্ত ১১জনের ৮ জন সুস্থ হওয়ার পথে।

জাহিদ হাসান, নাটোরঃ
নাটোরে বড়াইগ্রামে ৩২৫ জন এর নমুনা সংগ্রহ করা হয়ে ছিলো তাদের মাঝে করানো ভাইরাসে আক্রান্ত হয়েছে ১১ জন। আক্রান্তদের মধ্যে ৭ জন বড়াইগ্রাম থানার, ১জন বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ছিলেন। সংক্রমণের প্রথম থেকেই বেশ সতর্ক অবস্থানে তৎপর ছিল বড়াইগ্রাম থানা পুলিশ,ও বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইনশৃঙ্খলা বাহিনী।
বড়াইগ্রাম হাট-বাজারে জনসাধারণকে নিয়ন্ত্রণ করা উপজেলার বিভিন্ন এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করতে গিয়ে ৮ পুলিশ সদস্য আক্রান্ত হন করোনায়। তাতে ভেঙে পড়েননি তারা। প্রায় তিন সপ্তাহ স্বাস্থ্যবিধি মেনে তারা বড়াইগ্রাম পৌরসভার আইসোলেশন ছিলেন, দ্বিতীয় পর্যায়ে নমুনা সংগ্রহ করা হলে তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।
বড়াইগ্রামের ইউএনও আনোয়ার পারভেজ জানান, বড়াইগ্রাম থানার পুলিশ সদস্যকে বড়াইগ্রাম পৌরসভায়, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নিজ রুমে কোয়ারেন্টাইনে ছিলেন।
ডাঃ পরিতোষ জানান, আক্রান্তদের মধ্যে ৭ জন বড়াইগ্রাম থানা ও একজন বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ছিলেন। বড়াইগ্রাম উপজেলায় এখন পর্যন্ত ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার জানান আমার আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসাসেবা থেকে শুরু করে তাদের প্রয়োজনীয় সবকিছু ব্যবস্থা করেছিলাম, তাদের সাথে সকাল দুপুরে রাত্রিতে সার্বক্ষণিক আমি নিজে গিয়ে তাদের সঙ্গে খোঁজ-খবর রেখেছি তারা এখন অনেকটাই সুস্থ।