১০ টাকার রেশন কার্ড দেয়ার কথা বলে টাকা নিলেন ইউপি সদস্য চঁনমিয়া হাওলাদার।

 প্রকাশ: ০১ জুন ২০২০, ১০:০৯ অপরাহ্ন   |   বিনোদন


মোঃপলাশ হাওলাদার,জেলা প্রতিনিধি বাগেরহাটঃ


বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ১২ নং জিউধরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আজ নতুন কমিটির উদ্যোগে ১০ টাকা রেশন কার্ড এর চাল বিতরণ করলেন সেখানে উপস্থিত ছিলেন না ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য চঁনমিয়া হাওলাদার। কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস করলে তারা জানান অনেকের নাম দিয়ে চাল উঠিয়ে নিতেন সে।এবং কার্ডের কথা বলে টাকা নিয়েছেন অনেক লোকের কাছ থেকে। অনেকের কাছে জিজ্ঞেস করলে তারা বলেন আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন। মেম্বার চাঁনমিয়া হাওলাদার। ও তার সহকর্মী আলী আকবার হাওলাদার। সাক্ষাৎকারে নুর ইসলামের পিতা মোজাম্মেল হোসেন সাক্ষাৎকারে বলেন আমার বড় ছেলের কাছ থেকে রেশন কার্ড দিবে বলে টাকা নিয়েছে আমি চাইতে গেলে 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য  চাঁন মিয়া বলেন টাকা তো আমি নেইনি নিয়েছে উপজেলা নির্বাহী অফিসার সেখানে আমারা টাকা জমা দিয়েছি, টাকা আমি পাব কোথায়। উপজেলা নির্বাহি অফিসার নাম ভাঙিয়ে আরো যাদের কাছ থেকে এভাবে টাকা নিয়েছেন তাদের নাম ও টাকার পরিমাণসহ কর্তৃপক্ষের কাছে লিস্ট দিলেন।

নামের তালিকাঃ

শহিদুল হাওলাদার, আব্দুস সালাম, দেলোয়ার হাওলাদার, খোদেজা বেগম, সোহাগ হাওলাদার, নুর আলম হাওলাদার, এরশাদ হাওলাদার, সালাম ভূঁইয়া, আলাউদ্দিন হাওলাদার, ইয়াসিন হাওলাদার, লোকমান হাওলাদার, সালেহা বেগম, কামরুল হাওলাদার, হালিমা বেগম, হনুফা বেগম, আলমগীর, মনির হাওলাদার, শোহাগ খান, খলিল মাতুব্বর, আল আমিন হাওলাদার, কাদের হাওলাদার, আজিজুল হাওলাদার, মতি হাওলাদার, ইউসুফ হাওলাদার, শিমুল হাওলাদার, এনামুল শেখ, মামুন শেখ, সাখাওয়াত শেখ, আশিয়া বেগম, মিনারা বেগম, কালাম খলিফা, মোতালেব, মিলন হাওলাদার, শহিদুল হাওলাদার সহ আরো অনেকে। এদের দাবি উপজেলা নির্বাহি অফিসার, মরেলগঞ্জ বাগেরহাট। সঠিক তদন্ত করে তাদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানিয়েছে তারা এবং টাকাটা যাতে ফেরত পায়।

বিনোদন এর আরও খবর: